Bangla News Dunia, বাপ্পাদিত্য:-ট্রাম্প ট্যারিফ ঘোষণার জেরে ধাক্কা লেগেছে ভারতের শেয়ার বাজারে। পড়েছে একাধিক সংস্থার স্টকের দাম। কিন্তু এই বাজারেও ঊর্ধ্বগামী হয়েছে টাটা গ্রুপের একটি সংস্থার স্টকের দাম। বৃহস্পতিবার এক সময়ে ৩ শতাংশ বেড়ে গিয়েছিল এই স্টকের দাম। শেষ পর্যন্ত ১.০৪ শতাংশ উপরে উঠে দৌড় শেষ করেছে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন।
কেন বাড়ল স্টকের দাম?
প্রতিবেদন সূত্রের খবর, ৪ অগস্ট মিটিংয়ে বসার কথা সংস্থার বোর্ডের। স্টক স্প্লিট নিয়ে আলোচনা হওয়ার কথা সে দিন। ওই দিনই জুনে শেষ হওয়া ত্রৈমাসিকে ব্যবসার ফলাফল ঘোষণা করতে পারে সংস্থা। এই খবরের জেরেই এ দিন সংস্থার শেয়ার দর বেড়েছে বলে মনে করা হচ্ছে।
ব্যাপক রিটার্ন মাল্টিব্যাগারের:
গত ২ বছরে বিপুল রিটার্ন দিয়েছে এই সংস্থা, বেড়েছে ১৭১ শতাংশ। তিন বছরে এই স্টক ৩৬১.০৮ শতাংশ রিটার্ন দিয়েছে। ৫ বছরের হিসেব করলে ব্যাপক রিটার্ন দিয়েছে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন। এই সময়ে ৬০৬২ টাকা বেড়েছে এক-একটি শেয়ারের মূল্য। শতাংশের বিচারে বেড়েছে ৮২০ শতাংশ।
টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন একটি নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি। মূলত লিস্টেড এবং আনলিস্টেড নানা সংস্থায় লগ্নি করে এটি। এছাড়াও নানা ধরনের ঋণপত্র এবং মিউচুয়াল ফান্ডে লগ্নি করে।
(Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:- পুজো কমিটিগুলোর জন্য ইলেকট্রিক বিলে কত টাকা ছাড় দিলেন মুখ্যমন্ত্রী ? জেনে নিন
আরও পড়ুন:- বাংলায় ৭১ টি মেডিক্যাল কলেজকে নোটিশ ধরাল কেন্দ্র, কারণ কি ? জেনে নিন














