৩% মহার্ঘ ভাতা ও বকেয়া DA নিয়ে নতুন আপডেট !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন করে আবারো আশার আলো। দীর্ঘ প্রতীক্ষার পর ১ জুলাই, ২০২৫ থেকে কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance বা ডিএ) বৃদ্ধির ঘোষণা করেছে সরকার, এর ফলে সরকারি কর্মীদের বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এর ফলে সকল সরকারি কর্মীদের মনে একটাই প্রশ্ন —কবে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ পরিশোধ হবে? রাজ্য সরকার কি সুপ্রিম কোর্টের কথা শুনে বকেয়া ডিএ মিটিয়ে দেব? রাজ্য সরকারের ভূমিকা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এই প্রসঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের মন্তব্য এবং কর্মচারীদের প্রত্যাশা বিষয়টিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। আপনি যদি একজন সরকারি কর্মী হয়ে থাকেন তাহলে বিস্তারিত জানুন।

আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের নিশ্চিন্ত অবসর প্রকল্প, মাসে ৫০০০ টাকা পেনশন ! জানুন বিস্তারিত

কেন্দ্রীয় ঘোষণা: ৩% মহার্ঘ ভাতা ও বেতন বৃদ্ধি

ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার আবারো নতুন করে ২০২৫ সালের জুলাই মাস থেকে তার কর্মীদের জন্য ৩% ডিএ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।  এই বৃদ্ধির ফলে সরকারি কর্মীদের বাৎসরিক ইনক্রিমেন্ট (Annual Increment) এর ৩ শতাংশও যোগ হওয়ার কারণে কেন্দ্রীয় কর্মীদের বেতনে একটি বড় পরিবর্তন দেখা দেবে। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৫% হারে ডিএ পাচ্ছেন, এবং জুলাই থেকে এটি ৫৮% হয়ে উঠবে। এই সিদ্ধান্তটি দীপাবলির এবং দুর্গাপূজার আগে একটি বড় উপহার হিসেবে গৃহীত হবে, যা সমস্ত সরকারি কর্মীদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে।

পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ: কবে হবে সমাধান?

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডিএ দীর্ঘদিনের সমস্যা এবং এটি যেন মেটার নামি নিচ্ছে না, রাজ্য সরকার সরকারি কর্মীদের জন্য কোন ভ্রুক্ষেপ করছে না। আমরা দেখেছি সুপ্রিম কোর্ট গত কিছুদিন আগে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল যে, বকেয়া ডিএ-র অন্তত ২৫% ২৭ জুন, ২০২৫-এর মধ্যে পরিশোধ করতে হবে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও রাজ্য সরকারের কোন মাথাব্যাথা নেই। তবে, রাজ্য সরকার এই সময়সীমা মেনে চলতে ব্যর্থ হয়েছে সময় পার হয়ে গেলেও রাজ্য সরকার এই টাকা এখনো দেই নি বরং আদালতের কাছে অতিরিক্ত সময়ের জন্য আবেদন করেছে। এর ফলে কর্মচারীদের মনে অনিশ্চয়তা বাড়ছে এবং বেড়েছে দুঃচিন্তায়। সূত্রের মতে, আগামী আগস্ট মাসে এই বিষয়ে কোনো নতুন আপডেট আসতে পারে, তবে এটি এখনও নিশ্চিত নয়। কবে কি হবে সেকথা এখনো স্পষ্ট করে কিছু বলা যায় না।

আরও পড়ুন : ‘ভয় পাবেন না, বুক চিতিয়ে লড়ব’ ! সমর্থকদের উদ্দেশে বার্তা মিঠুনের

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন