৪০০ কিমি দূরের অফিসে ফ্লাইটে ‘ডেলি প্যাসেঞ্জারি’, কেন এই সিদ্ধান্ত ভারতীয় ‘সুপার মম’-এর ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কর্মরত মায়েদের জন্য অফিস ও বাড়ি দুই সামলানো যেন ব্যালেন্স করে সরু দড়ির উপর চলার সামিল। সেখানে রোজ প্রায় ৪০০ কিমি ট্রাভেল করে সপ্তাহে পাঁচদিন অফিস যাতায়াত করতে হয় র‌্যাচেল কৌরকে। জন্মসূত্রে ভারতীয় এই মায়ের প্রতিদিনের রুটিন ও ওয়ার্ক-লাইফ ব্যালেন্সের কথা শুনে নেটিজ়েনরা তাঁকে বলছেন, ‘সুপার মম’।

অফিস যাওয়া মানেই সিংহভাগ মানুষের কাছে ট্রেনে-বাসে ঝুলে, অটোয় গুঁতো খেয়ে গন্তব্যে পৌঁছনো। কিন্তু র‌্যাচেলের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। তিনি বিমানে করে যান প্রায় ৪০০ কিমি দূরের অফিসে। দুই সন্তানের মা র‌্যাচেল কর এয়ার এশিয়ার ফিনান্স অপারেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অফিস মালয়েশিয়ার সেপাংয়ে। যা তাঁর বাসস্থান পেনাং থেকে কয়েকশো কিমি দূরে।

সংবাদ মাধ্যমকে র‌্যাচেল জানিয়েছেন, ‘অফিসে যাওয়ার জন্য প্রতিদিন ভোর চারটেয় উঠি। পেনাং থেকে ৫.৫৫-এর ফ্লাইট ধরি। ৭টা ৪৫-এর মধ্যে পৌঁছে যাই অফিসে। কাজ শেষে সেপাং থেকে একই রুটে বিমান ধরে বাড়ি পৌঁছাই সন্ধে সাড়ে সাতটা নাগাদ।’ কিন্তু, অফিসের কাছের কোনও জায়গায় থাকার বদলে এতটা কষ্ট করে কেন রোজ যাতায়াত করেন তিনি? এই প্রশ্ন করতেই উত্তর এল, ‘আমার সন্তানদের জন্য। বাচ্চাদের বড় হওয়ার সময়ে পাশে থাকাটা দরকার। লাস্ট মিনিটের হোম-ওয়ার্ক শেষে মাকে তো প্রয়োজন হয়ই।’

কথায় কথায় র‌্যাচেল জানান, মাঝে তিনি অফিসের কাছেই ভাড়ায় থাকতেন। সপ্তাহ শেষে আসতেন বাড়ি। কিন্তু, বাচ্চাদের ছেড়ে থাকতে খুব কষ্ট হত তাঁর। শেষে ফ্লাইটে ডেলি প্যাসেঞ্জারির সিদ্ধান্ত নেন।

ফ্লাইটে ডেলি প্যাসেঞ্জারি-তে খরচ কত?

এ ভাবে রোজ ডেলি প্যাসেঞ্জারিতে খরচ কত? অবাক করা উত্তর র‌্যাচেলের। ‘জানেন, সত্যি কথা বলতে এই ভাবে ফ্লাইটে যাতায়াত করে আসলে আমার সেভিংসই হচ্ছে। এর আগে কুয়ালালামপুরে ভাড়ায় থাকতে এর থেকে বেশি খরচ হতো। এমনকী আমার খাওয়ার খরচও আগের চেয়ে কমে গিয়েছে।’

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ফ্ল্যাট ভাড়ায় মাসে খরচ হতো ভারতীয় মুদ্রায় ২৪,৫০০ থেকে ২৬,২৫০ টাকা। এখন এয়ার এশিয়ার স্টাফ ডিসকাউন্ট ব্যবহার করে ফ্লাইট টিকিটের জন্য মাসে র‌্যাচেলের খরচ হয় মোটামুটি ১৯,২৫০ টাকা। অর্থাৎ মোটামুটি সাত হাজার টাকার সাশ্রয়।

বিষয় যাই হোক, ভারতীয় বংশোদ্ভূত র‌‌্যাচেলের রুটিন আর উদ্যম দেখে তাঁকে ‘সুপার মম’ বলে স্যালুট ঠুকছে নেটদুনিয়া। র‌্যাচেলের জীবনের গল্প শুনে ‌দিনভর কাজ সেরে, বাস ট্রেনে বাড়ি ফিরে, হেঁশেল ঠেলা কর্মরতা মায়েরা অনেকেই ফেলছেন দীর্ঘশ্বাস। ‘ইশ, জীবনটা যদি এমন হতো!’

আরও পড়ুন:- সামনে এল দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা, ভারত কত নম্বরে, দেখে নিন

আরও পড়ুন:- কোন খাতে কত টাকা, দেখে নিন রাজ্য বাজেট বরাদ্দের পূর্ণাঙ্গ চিত্র

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন