৪০% বাড়তে পারে এই মাল্টিব্যাগার স্টকের দাম, আপনার কেনা উচিত? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:– রিয়েল এস্টেট সেক্টরের সংস্থা এজিআই ইনফ্রা লিমিটেডের স্টক নিয়ে আশাবাদী ব্রোকারেজ সংস্থা নুভামা। তারা লগ্নিকারীদের ওই স্টক কিনতে পরামর্শ দিয়েছে। ব্রোকারেজ সংস্থার মতে, ওই সংস্থার হাতে রয়েছে একাধিক প্রোজেক্ট। সেই সঙ্গে রেসিডেন্সিয়াল প্রপার্টির চাহিদা থাকায় আগামী দিনেও ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এজিআই ইনফ্রা লিমিটেডের। এর জেরে চলতি অর্থবর্ষে ওই স্টকের দাম ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে নুভামা।

About AGI Infra

এজিআই ইনফ্রা লিমিটেড রিয়েল এস্টেট সেক্টরে কাজ করে। চণ্ডীগড়, জলন্ধর, লুধিয়ানা, মোহালির মতো পাঞ্জাবের একাধিক শহরে প্রধানত রেসিডেন্সিয়াল প্রোজেক্টে কাজ করছে এই সংস্থা। ইতিমধ্যেই ১০টির বেশি প্রোজেক্ট সফল ভাবে শেষ করেছে এই সংস্থা। বর্তমানে ১০টি রিয়েল এস্টেট প্রোজেক্টে কাজ করছে এজিআই ইনফ্রা। এই সমস্ত প্রোজেক্টের বিক্রয়যোগ্য এলাকা ১১৩.২ লক্ষ বর্গফুট। এর মধ্যে ৪৯.৮ লক্ষ বর্গফুট বাদে বাকি সমস্ত অংশ ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। ২০২৫ অর্থবর্ষে এই সংস্থার নেট প্রফিট হয়েছে ৬৭ কোটি টাকা। ২০২৪ অর্থবর্ষে নেট প্রফিটের পরিমাণ ছিল ৫২ কোটি টাকা।

AGI Infra Share Price

এজিআই ইনফ্রা লিমিটেডের স্টক থেকে মাল্টিব্যাগার রিটার্ন পেয়েছেন লগ্নিকারীরা। শেষ ট্রেডিং সেশনে ১.২৯ শতাংশ বেড়ে বম্বে স্টক এক্সচেঞ্জে এই স্টকের দাম হয়েছে ১ হাজার ৬৬ টাকা। ওই ট্রেডিং সেশনে সেনসেক্স ও নিফটি৫০-র পয়েন্ট কমেছে প্রায় ০.৯০ শতাংশের আশপাশে। গত এক মাসে এই স্টকের বৃদ্ধি হয়েছে সাড়ে ৭ শতাংশের বেশি। গত ৬ মাসে বৃদ্ধি হয়েছে প্রায় ৩৪ শতাংশ। গত এক বছরে এই স্টক থেকে ১৪৩ শতাংশ রিটার্ন পেয়েছেন লগ্নিকারীরা। গত পাঁচ বছরে ৪ হাজার ২৯৪ শতাংশ রিটার্ন এসেছে এই রিয়েল এস্টেট স্টক থেকে। অর্থাৎ ৫ বছর আগে এই স্টকে যাঁরা ১ লক্ষ টাকা লগ্নি করেছিলেন, এখন তাঁরা রিটার্ন পাচ্ছেন প্রায় ৪৩ লক্ষ টাকা।

AGI Infra Target Price

গত ৬ মাস বা এক বছরের নিরিখে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে এই স্টক। আগামী দিনেও তা বজায় থাকার আশা রেখেছে ব্রোকারেজ সংস্থা নুভামা। সে জন্যই এই স্টকে ‘বাই’ রেটিং দিয়েছে নুভামা। এর টার্গেট প্রাইস ঠিক করেছে ১ হাজার ৪৪৮ টাকা। স্বল্প সময়ে মোটা অঙ্কের রিটার্ন চাইলে এই স্টকে অবশ্যই নজর রাখতে হবে।

(Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- ১ অগস্ট থেকে UPI-এর একাধিক নিয়মে পরিবর্তন, আপনি জানেন তো?

আরও পড়ুন:- শুধু মহিলাদের নয়, এখন পুরুষদের জন্য গর্ভনিরোধক বড়ি ! কিভাবে খেতে হবে ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন