৪৬% দাম বেড়েছে ৬ ট্রেডিং সেশনে, এই স্মল ক্যাপ স্টকে আপনার লগ্নি আছে?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

stock market

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পয়লা বৈশাখে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে দেশের শেয়ার বাজার। বুধবার সেই তুলনায় সেনসেক্স, নিফটি৫০-র গ্রাফ কিছুটা অস্থির রয়েছে। কিন্তু গত কয়েক দিনে অবন্তী ফিডস নামের এক সংস্থার স্টকের পারফরম্যান্সে চমকে গিয়েছেন লগ্নিকারী থেকে বাজার বিশেষজ্ঞরা। স্মল ক্যাপ ওই সংস্থার বুধবার প্রায় ৩ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছিল ৮৭৬ টাকায়। গত ৬ ট্রেডিং সেশনে এই স্টকের দাম বেড়েছে প্রায় ৪৬ শতাংশ।

৭ এপ্রিল এই অবন্তী ফিডসের শেয়ারের দাম কমে হয়েছিল ৬০১ টাকা। সেখান থেকে বুধবার এই শেয়ারের দাম হয়েছে ৮৭৬ টাকা। অর্থাৎ প্রায় ৪৬ শতাংশ তা বেড়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে এই শেয়ারের দাম বেড়েছে ৬২.৩ শতাংশ। অন্য দিকে ২০২৩-২৪ অর্থবর্ষে এর দাম বেড়েছিল ৯ শতাংশ।

আরও পড়ুন:- ওয়াকফ আইন রুখতে সুপ্রিম কোর্টে ৭৩টি মামলা, আজ লড়াই শুরু ।

কেন এই স্টকের দাম এতটা বাড়ল?

অবন্তী ফিডস চিংড়ি প্রসেস করে তা বিদেশের বাজারে রপ্তানি করে। আমেরিকার বাজারে প্রচুর পরিমাণে চিংড়ি সরবরাহ করে এই সংস্থা। ২০২৪ সালে ২ লক্ষ ৪০ হাজার ৮৭১ মেট্রিক টন চিংড়ি সরবরাহ করেছে এই সংস্থা। ২০২৩-২৪ অর্থবর্ষে এই সংস্থার আমেরিকায় রপ্তানির পরিমাণ ছিল ২৭০ কোটি মার্কিন ডলার। আমেরিকায় রপ্তানি হওয়া চিংড়ির ৪৩ শতাংশই যায় ভারত থেকে।

কিন্তু ডোনাল্ড ট্রাম্পের রেসিপ্রোক্যাল ট্যারিফ ঘোষণার জেরে এই সংস্থার ব্যবসায় বড় ধাক্কার সম্ভাবনা তৈরি হয়েছিল। শুল্কের জেরে মার্কিন মুলুকে রপ্তানি পরিমাণ কমার আশঙ্কা ছিল প্রবল।  এর জেরেই এই সংস্থার দাম অনেকটা পড়ে যায়। কিন্তু ট্রাম্প ভারতের উপর চাপানো ২৬ শতাংশ শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রেখেছেন। এর জেরে সাময়িক স্বস্তি মিলেছে। ট্রাম্পের এই ঘোষণার পর থেকেই ফের অবন্তী ফু়ডসের শেয়ার দর বাড়ছে। শেষ ৬ ট্রেডিং সেশনে তা অনেকটা বেড়েছে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে এই সংস্থার শেয়ারের দাম আরও অনেকটা বাড়তে পারে। বেশ কিছু ব্রোকারেজ সংস্থা শর্ট টার্মের জন্য এই সংস্থার শেয়ারের টার্গেট প্রাইস রেখেছে ১ হাজার ৫০ টাকা।

(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- SBI অমৃত বৃষ্টি 444 দিনের FD স্কিমে মিলবে অবিশ্বাস্য রিটার্ন। বিস্তারিত জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন