৪ কারণে ভারতের কাছে গোহারা হারবে পাকিস্তান !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

india pakistan fight

Bangla News Dunia, Pallab : রবিবার দুবাইয়ের মাঠে শুরু হচ্ছে ভারত পাকিস্তান(India Vs Pakistan) দ্বৈরথ। তবে রোহিত শর্মাদের বিপক্ষে মাঠে নামার আগেই পরাজয় যন্ত্রণায় ভুগছে পাকিস্তানের খেলোয়াড়রা। কেননা, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই বড় রানের ব্যবধানে হেরেছে ভারতের পশ্চিম দিকের দেশ। এমতাবস্থায়, বাংলাদেশকে হারিয়ে ইতিমধ্যেই আত্মবিশ্বাস চওড়া হয়েছে ভারতের ছেলেদের।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন

এখন প্রশ্ন? পাকিস্তান কি ভারতকে হারাতে পারবে? উত্তরটা, দুই দলের জন্যই যথেষ্ট কঠিন। সূত্র বলছে, পাকিস্তান যদি আগামীকালের ম্যাচে হেরে যায় সেক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা দুবাইয়ের মাঠেই শেষ হবে তাদের। অন্যদিকে ভারত চাইবে, বাংলাদেশের মতোই পাকিস্তানকেও দুরমুশ করে ম্যাচ পকেটে পুরতে। এহেন আবহে পাকিস্তানকে শায়েস্তা করতে উইনিং কম্বিনেশন বদলে দলের শক্তি বাড়াচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ম্যাচের আগেই চাপে রয়েছে পাকিস্তান

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সাত-পাঁচ ভাবতে হচ্ছে মহম্মদ রিজওয়ানদের। কারণটা একেবারে পরিষ্কার, নিউজিল্যান্ড বাহিনীর বিপক্ষে গো হারা হেরে এবার ভারতের ম্যাচে জয়টা আবশ্যিক হয়ে পড়েছে পাকিস্তানের। ফলত বলাই যায়, আগামীকাল ডু অর ডাই ম্যাচে নামতে চলেছে প্রতিবেশী দেশের ছেলেরা। ম্যাচের ফলাফল কী হবে তার উত্তর দেবে সময়, তবে রবিবারের হাই ভোল্টেজ ম্যাচে পা রাখার আগেই চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা কুরে কুরে খাচ্ছে পাকিস্তানকে।

আরও পড়ুন : টাটার হাত ধরে ভারতে বিপ্লব ঘটাচ্ছে মোদী সরকার, বিশ্বের ১ নম্বর দেশ হবে এবার ভারত

দলে নেই তাবড় তারকা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন পাকিস্তানের বিশ্বস্ত খেলোয়াড় ফখর জামান। পাক তারকার চোট এতটাই গুরুতর ছিল যে, চিকিৎসকদের পরামর্শে আপতত তাঁকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। আর সেই সূত্র ধরেই পিসিবি জানিয়েছে, গোটা মিনি বিশ্বকাপের যাত্রায় এই মরসুমে আর মাঠে নামা হচ্ছে না ফখরের।

ফলত, যাঁর ওপর ভর করে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল পাকিস্তান, সেই শক্ত খুঁটি হারিয়ে এখন একপ্রকার পরাজয়ের আশঙ্কায় ধুঁকছে দলটি। যদিও জামানের বিকল্প হিসেবে ইতিমধ্যেই পাকিস্তান দলে জায়গা হয়েছে ইমান উল হকের। তবে ওপেনার হিসেবে তিনি দলের হয়ে কতটা নির্ভরযোগ্য ব্যাটিং করতে পারবেন তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে পাক শিবিরে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন