Bangla News Dunia, সমরেশ দাস :- অবতার, এই ছবিটা সত্যি কেউ ভুলতে পারবে না । বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই এই ছবিটা নিয়ে প্রসংশা করেছিলেন । বিশাল কি নীল রঙের মানুষের বিশ্ব , যেখানে সব কিছুই হচ্ছে বিশাল ।
যারা এ ছবি দেখেছেন, তাদের ভোলার কথা না। এই ছবি তোলপাড় করেছিল সারা বিশ্ব । থ্রিডিতে মুক্তি পেয়েছিল পরিচালক জেমস ক্যামেরনের এই ছবি। এই ছবির অ্যানিমেশন মাথা থেকে যেন যেতেই চায় না। ঘোর লেগে থাকে অনেক্ষণ। ‘অবতার’ তৈরি হয়েছিল ২০০৯ সালে। তারপর প্রায় ১১ বছর কেটে গিয়েছে। অনেকেই ক্যামারনকে বলেছেন, কবে আসবে এই ছবির সিক্যুয়েল। বলেছিলেন, প্রস্তুতি চলছে।
এবার শুরু হতে চলেছে ‘অবতার টু’-এর শ্যুটিং। করোনা ভাইরাসের আতঙ্ক ছড়ানোর আগেই নিউজিল্যান্ডে শ্যুটিং শুরু করার কথা ছিল। সেই মতো নিউজিল্যান্ডে রেকিও সেরে ফেলেছিলেন পরিচালক। কিন্তু তখন বন্ধ করে দেওয়া হয় কাজ। তবে এখন লকডাউন হালকা হতেই ফের শ্যুটিংয়ের কথা ভেবে ৫০ জনের একটি টিম নিয়ে, স্পেশাল ফ্লাইটে নিউজিল্যান্ড পাড়ি দেন পরিচালক। তাঁরা জানিয়েছেন, করোনা ভাইরাসের সব সরকম সর্তকতা মেনেই হবে শ্যুটিং।
Highlights
- অবতার, এই ছবিটা সত্যি কেউ ভুলতে পারবে না
- থ্রিডিতে মুক্তি পেয়েছিল পরিচালক জেমস ক্যামেরনের এই ছবি
- এবার শুরু হতে চলেছে ‘অবতার টু’-এর শ্যুটিং
- এখন লকডাউন হালকা হতেই ফের শ্যুটিংয়ের কথা ভেবে ৫০ জনের একটি টিম নিয়ে
#Avatar #Hollywood #Film Shooting