Bangla News Dunia, বাপ্পাদিত্য:- একটি দুর্গের তলায় যে এমন কিছু লুকিয়ে থাকতে পারে তা নিয়ে নানা সময়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল, কিন্তু কেউই সঠিকভাবে কিছু বলতে পারেননি। সেই সুড়ঙ্গের খোঁজও কারও কাছে ছিলনা। সেটা যে সত্যিই আছে তাও কারও জানা ছিলনা।
অথচ যে রাজদরবারে জীবনের একটা সময়ে রাজার চিত্রকর হিসাবে নিযুক্ত ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি, সেই দুর্গ আক্রমণ হলে কি হবে তার সুরাহা করে দিয়েছিলেন তিনি। তিনি ওই দুর্গকে ভাল করে দেখার পর একটি সুড়ঙ্গ আঁকেন। যে সুড়ঙ্গ ছিল সৈন্য এবং সেই দুর্গে থাকা বাকিদের রক্ষার জন্য।
লুকোনো সেই সুড়ঙ্গ লিওনার্দো দা ভিঞ্চির ওই চিত্র দেখেই তৈরি করা হয় বলে মনে করেন বিশেষজ্ঞেরা। যাতে বহিঃশত্রুর আক্রমণ হলে এবং দুর্গে থাকা সেনাকে পালাতে হলে ওই পথে তাঁরা লুকিয়ে পালিয়ে যেতে পারেন।
আরও পড়ুন:- ইডলি খেলে হতে পারে ক্যান্সার! নতুন গবেষণা রিপোর্ট কি বলছে, জেনে নিন
মনে করা হয় ১৪৯৫ সালে ওই সুড়ঙ্গের ছবি আঁকেন দা ভিঞ্চি। তারপর যে এই সুড়ঙ্গ নির্মাণ হয়েছিল তা কারও জানা ছিলনা। মাটির তলায় তা এত শত বছর ধরে লুকিয়ে ছিল।
অবশেষে ইতালির ফোর্জা দুর্গে খোঁজ চালিয়ে মাটির তলা থেকে উদ্ধার হল একটি সুড়ঙ্গ। যার সঙ্গে লিওনার্দো দা ভিঞ্চি-র আঁকা সেই সুড়ঙ্গ হুবহু মিলে গেল। প্রায় ৬০০ বছর ধরে যে রহস্য লুকিয়ে ছিল, তা অবশেষে সামনে এল।
লিওনার্দো দা ভিঞ্চিকে আবার নতুন করে চিনল বিশ্ব। এই সুড়ঙ্গ আবিষ্কারের কথা বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এখন বহু মানুষ বিষয়টি জানতে পেরেছেন।
আরও পড়ুন:- সকালে ঘুম থেকে উঠেই করুন এই ৫ কাজ, পেটের মেদ ঝরবে
আরও পড়ুন:- আমেরিকাকে যুদ্ধ নিয়ে চরম হুঁশিয়ারি চিনের, জানতে বিস্তারিত পড়ুন