৬০ জনের মধ্যে চাকরি হারালেন ৩৬ জন ! চরম বিপাকে অর্জুনপুর হাইস্কুল

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : স্কুলে শিক্ষক (Teachers) রয়েছেন ৬০ জন। পড়ুয়ার সংখ্যা প্রায় ১০ হাজার। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে চাকরি হারালেন একই স্কুলের ৩৬ জন শিক্ষক। একধাক্কায় এতজন শিক্ষকের চাকরি চলে যাওয়ায় সমস্যায় পড়ল মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কা ব্লকের অর্জুনপুর হাইস্কুল।

আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর

ফরাক্কার অর্জুনপুর হাইস্কুলে মোট শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা ৬০ জন। পার্শ্বশিক্ষক ৭ জন। মোট পড়ুয়া সংখ্যা প্রায় ১০ হাজারের বেশি। বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা বাদ দিলে এখন মোট শিক্ষক ও শিক্ষিরার সংখ্যা ২৪ জন। এমতাবস্থায় চলছে উচ্চ মাধ্যমিকের খাতা দেখার কাজ। একসঙ্গে এতজন শিক্ষকের চাকরি বাতিল হাওয়ায় চরম বিপাকে পড়ল অর্জুনপুর হাইস্কুল।

উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসির (SSC) প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে এসএসসি। প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলা চলছিল। তিনি অবসর নেওয়ার পর এই মামলা যায় বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। এরআগে যতগুলি শুনানি হয়েছে সেখানে বারবার এসএসসির কাছে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে যোগ্য-অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা? কিন্তু এসএসসির পক্ষ থেকে এই প্রশ্নের সদুত্তর পায়নি শীর্ষ আদালত। অগত্যা এদিন পুরো প্যানেল বাতিল করে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। এরফলে রাজ্যের একাধিক স্কুলে যে কোপ পড়ল তা নিয়ে কোনও সংশয় নেই। এখন দেখার এই রায় নিয়ে রাজ্যের তরফে কী প্রতিক্রিয়া আসে।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন