Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :– করোনার দাপট সারা দেশে সর্বত্র দ্রুত কমছে। কিন্তু মধ্যপ্রদেশে সংক্রমণ কমার দাপট বাকি সব রাজ্যের থেকে অনেক অনেক বেশি দ্রুত। এতটাই দ্রুত এক বছর পর গোটা মধ্যপ্রদেশ রাজ্যে দৈনিক সংক্রমণ একশোর নীচে নেমে এসেছে।
গত ২৪ ঘণ্টায় সেই রাজ্যে আক্রান্ত হয়েছেন মাত্র ৮৭ জন। গত বছর ২৭ এপ্রিল মাত্র ৭৫ জনের শরীরে করোনা সংক্রমনের হদিশ মিলেছিল মধ্যপ্রদেশে। তারপর থেকে প্রথম বার এই সংখ্যাটা এতটা কম। শুধু তাই নয়, গত ২৪ ঘণ্টায় সারা রাজ্যে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৯ হাজার। কিন্তু মোট সংক্রমনের হার ছিল মাত্র ০.১২ শতাংশ।
রাজধানী ভোপালে দুই সংখ্যায় আক্রান্তের হদিশ মিলেছে (২২)। রাজ্যের সব জেলাতেই সংক্রমণ এক সংখ্যায় ছিল। এমনকি সংক্রমণের নিরিখে রাজ্যের মধ্যে সবার ওপরে থাকা শহর ইনদওরে আক্রান্ত হয়েছেন মাত্র ৯ জন। ভারতে যেসব রাজ্যে দ্বিতীয় ঢেউ সবার প্রথমে এসেছিল তার মধ্যে মধ্যপ্রদেশ ছিল ওপরের দিকে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে ক্রমশ বাড়তে শুরু করে করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণ চূড়ার দিকে উঠতে থাকে।
আরও দিন দিন ঊর্ধ্বগামী ছিল সংক্রমণ। দশ হাজারের গণ্ডি পেরিয়ে যায়। গত ২৭ এপ্রিল রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ চূড়ায় পৌঁছে যায়। ওই দিন ১৩ হাজার ৬০০ জনের শরীরে করোনার হদিশ মিলেছিল। তারপর ক্রমশ নিম্নগামী হতে শুরু করে করোনা সংক্রমণ। মাত্র দেড় মাসের মধ্যেই সংক্রমণ দুই সংখ্যায় নেমে এসেছে।
মধ্যপ্রদেশের এই পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে সারা দেশে করোনা সংক্রমণ আরও নিম্নগামী হবে। আবার সুস্থ হবে ভারত।