৬ দশক পর গুজরাটে এআইসিসি অধিবেশন ! তুমুল উত্তেজনা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : একের পর এক বিধানসভা ভোটে ভরাডুবি থেকে শিক্ষা নিয়ে গুজরাটের মাটি থেকেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে কংগ্রেস। দীর্ঘ ৬৪ বছর পর ফের গুজরাটের মাটিতে বসতে চলেছে এআইসিসি-র অধিবেশন (AICC Convention)। রবিবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানান, ৮ ও ৯ এপ্রিল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভাপতিত্বে আহমেদাবাদে ষষ্ঠবারের জন্য এআইসিসি অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে। ৮ এপ্রিল সর্দার প্যাটেল মেমোরিয়ালে বর্ধিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হবে।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

৯ এপ্রিল সবরমতীর পাড়ে সবরমতী আশ্রম ও কোছরব আশ্রমের মাঝে এআইসিসির অধিবেশন বসবে। রমেশ জানিয়েছেন, ১৮৮৫ সালে দল প্রতিষ্ঠার পর থেকে পাঁচবার গুজরাটে এআইসিসির অধিবেশন বসেছিল। শেষবার বসেছিল ১৯৬১ সালের ৬-৭ জানুয়ারি। সেবার ভাবনগরে ওই অধিবেশন বসেছিল। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মের সার্ধশতবর্ষ এবং মহাত্মা গান্ধির কংগ্রেস সভাপতি হওয়ার শতবর্ষ উপলক্ষ্যে এবার গুজরাটকে বেছে নেওয়া হয়েছে। তবে ২০২৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে বিধানসভা ভোটের আগে কংগ্রেসের খোলনলচে বদলানোর সংকল্প নিয়েছেন খাড়গে এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধি।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন