Bangla News Dunia, বাপ্পাদিত্য:- লাগাতার ঊর্দ্ধমুখী সোনার দামে আজ স্বস্তি। ৬ দিন পর একধাক্কায় অনেকটা কমল দাম। ভারতে সম্প্রতি সোনার দাম হু হু করে বৃদ্ধি পেয়েছে। আজ, ২৬ এপ্রিল, শনিবার, সোনার দাম খানিকটা কমেছে। ১ লক্ষ টাকার কাছে পৌঁছনোর পর, আদ খানিকটা কাবুতে এসেছে সোনার দাম।
এপ্রিল মাসে সোনার দামে অনেক ওঠানামা দেখা গেছে। সোনার দাম কখনও আকাশ ছুঁয়েছে। আবার কখনও দ্রুত কমছে, যা বিনিয়োগকারী এবং সম্ভাব্য ক্রেতাদের চিন্তায় ফেলেছে। মার্কিন-চিন বাণিজ্য যুদ্ধ এবং বিশ্বব্যাপী অস্থিতিশীলতা, ভারতীয় টাকার দুর্বলতা এবং উৎসব ও বিয়ের মরশুমের মতো কারণে সোনার দাম বাড়ছে।
আজ কলকাতায় সোনার দাম
আজ, শনিবার কলকাতায় ২২ ক্যারেট প্রতি গ্রাম হলমার্ক সোনার দাম রয়েছে ৯১,৫৫০ টাকা। ১০ গ্রাম প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৯৬, ৩০০ টাকা। পাকা সোনার বাটের দাম রয়েছে ৯৫, ৮০০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি। গত কয়েক সপ্তাহে সোনার দাম ৮৫ হাজার ছাড়িয়ে হু হু করে দাম বাড়তে থাকে। ২২ ক্যারেটের দাম ৯৪ হাজার ছাড়িয়ে যায়। ২৪ ক্যারেট পাকা সোনা লাখ ছুঁইছুঁই হয়ে যায়। আজ তুলনামূলক অনেকটাই কমল দাম।
দেশে সোনার দাম
বর্তমানে অন্য অনেক শহরে প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট সোনার দাম ৯৮ হাজার টাকা ছাড়িয়ে গেছে। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৯০ হাজার টাকারও বেশি। দিল্লিতে, ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ৯৮,৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। একই সময়ে, ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৯০,২০০ টাকায় লেনদেন হচ্ছে।
আজ রুপোর দামে কোনও ওঠানামা দেখা যায়নি। এক কেজি রুপার দাম ১,০০,৯০০ টাকা রয়েছে।
আরও পড়ুন:- ওষুধের দোকানে বিক্রি হওয়া নকল ওষুধ চিনবেন কীভাবে? বিস্তারিতভাবে বুঝে নিন