৬ মিউচুয়াল ফান্ড, যেগুলো ১ লক্ষ টাকা বিনিয়োগে ১ কোটির বেশি রিটার্ন দিয়েছে। দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মিউচুয়াল ফান্ডে এসআইপি-র মাধ্যমে প্রতি মাসে লগ্নি করা যায়। আবার লাম্পসামের মাধ্যমে এককালীন মোটা টাকা রাখতে পারেন। দেশের বাজারে ১৬টি মিউচুয়াল ফান্ডের ৩০ বছর পূর্ণ হয়েছে। এর মধ্যে ৬টি মিউচুয়াল ফান্ড রয়েছে, যেগুলিতে ১ লক্ষ টাকার বিনিয়োগ তিন দশকে পরিণত হয়েছে ১ কোটি টাকায়। এর মধ্যে দুটি ফান্ডে ১ লক্ষ টাকার বিনিয়োগ থেকে ২ কোটি টাকার বেশি রিটার্ন মিলেছে।

ফ্রাঙ্কলিন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড (অতীতের নাম ফ্রাঙ্কলিন ইন্ডিয়া প্রিমা ফান্ড)-এ ১ লক্ষ টাকার লাম্পসাম ইনভেস্টমেন্ট করে লগ্নিকারীরা ২ কোটি ৮১ লক্ষ টাকার রিটার্ন পেয়েছেন প্রায় ৩১ বছরে। লাম্পসাম ইনভেস্টের ক্ষেত্রে এই ফান্ডের সিএজিআর (কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট) ১৯.৫০ শতাংশ।

ফ্রাঙ্কলিন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড (অতীতের নাম ফ্রাঙ্কলিন ইন্ডিয়া ব্লুচিপ ফান্ড)-এও ১ লক্ষ টাকার লাম্পসাম বিনিয়োগ ৩১ বছরে পরিণত হয়েছে ২ কোটি ৪৭ লক্ষ টাকায়। বছরে। লাম্পসাম ইনভেস্টের ক্ষেত্রে এই ফান্ডের সিএজিআর ১৯.০২ শতাংশ।

আরও পড়ুন:- বর্ষায় ছাদ, দেওয়াল ড্যাম্প হওয়া থেকে আটকাবেন কীভাবে? জেনে নিন

এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডে লাম্পসাম ইনভেস্ট করেও বিপুল রিটার্ন পেয়েছেন লগ্নিকারীরা। ১ লক্ষ টাকার এককালীন বিনিয়োগ থেকে ৩০ বছরে রিটার্ন মিলেছে ১ কোটি ৯৮ লক্ষ টাকা। এই ফান্ডের সিএজিআর ১৮.৮৯ শতাংশ।

ফ্রাঙ্কলিন ইন্ডিয়া ফ্লেক্সিক্যাপ ফান্ডে তিন দশক আগে যাঁরা ১ লক্ষ টাকার বিনিয়োগ করেছিলেন, তাঁরা এখন রিটার্ন পাচ্ছেন ১ কোটি ৬৫ হাজার টাকা। এই ফান্ডের সিএজিআর ১৮.০১ শতাংশ।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড হলো দেশের সবচেয়ে পুরোনো ইএলএসএস ফান্ড। এই ফান্ডে যাঁরা ১ লক্ষ টাকার বিনিয়োগ করেছিলেন, তাঁরা এখন রিটার্ন পাচ্ছেন ১ কোটি ৩৭ লক্ষ টাকা। এই ফান্ডের সিএজিআর ১৬.৪৫ শতাংশ।

আদিত্য বিড়লা এসএল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড থেকেও বড় অঙ্কের রিটার্ন পেয়েছেন লগ্নিকারীরা। এই ফান্ডে এক লক্ষ টাকার বিনিয়োগ ৩০ বছরে পরিণত হয়েছে ১ কোটি ১৬ লক্ষ টাকায়।

(Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- ভারতে আসছে রোগা হওয়ার সস্তার ওষুধ, এই ওষুধ কিভাবে ব্যবহার করতে হবে এবং কতটা কার্যকরী হবে? জানুন

আরও পড়ুন:- এসব খাবারে কিডনিতে স্টোন তৈরি হয়, কিডনি ভাল রাখতে এই খাবার গুলি এড়িয়ে চলুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন