৭২ দিনের জন্য ফ্রি কল, ডেটা, OTT ! কম খরচে জিওর প্ল্যানে মিলছে ভরপুর সুবিধা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : রিলায়েন্স জিও মানেই সবসময় দুর্দান্ত পরিষেবা। ভারতের কোটি কোটি মানুষ মোবাইল সিম হিসেবে জিও ব্যবহার করে। আর তার মূল কারণ এর রিচার্জ প্ল্যান (Jio Plan) এবং অন্যান্য সুবিধা। তবে আজ আমরা এমন একটা প্ল্যানের কথা বলব, যেখানে প্রতিদিন ডেটা, ফ্রি কলিং, এসএমএস এবং বিনামূল্যে OTT সাবস্ক্রিপশন সবকিছুই মিলবে। হ্যাঁ, এই প্ল্যানের কথা শুনেই অন্যান্য প্রতিযোগিদের কার্যত রাতের ঘুম উড়ে যাচ্ছে।

আরও পড়ুন : স্মার্টফোনের এই ৭ টিপস না জানলে বিপদ, কমতে পারে ডিভাইসের জীবন

জিওর ৭৪৯ টাকার বিশেষ প্ল্যান

সম্প্রতি জিও ৭৪৯ টাকার একটি বাজেট ফ্রেন্ডলি প্ল্যান চালু করেছে, যে প্ল্যানে মিলছে একসঙ্গে মিলছে ভরপুর সুবিধা। যেমন-

  • এই প্ল্যানে ৭২ দিনের ভ্যালিডিটি মিলছে। 
  • যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং এর সুবিধা থাকছে।
  • প্রতিদিন ১০০টি করে SMS এর সুবিধা মিলছে।
  • প্রতিদিন ২GB করে ডেটা মিলছে।
  • সঙ্গে অতিরিক্ত ২০GB বোনাস ডেটা মিলছে।
  • ৯০ দিনের জন্য JioCinema ও JioHotstar এর ফ্রি সাবস্ক্রিপশন মিলছে।
  • ৫০GB AI Cloud Storage এর সুবিধা মিলছে।

কেন এই প্ল্যানটি সেরা?

জিওর এই প্ল্যানটি সেই সকল গ্রাহকদের জন্য সেরা, যারা প্রতিদিন OTT কনটেন্ট দেখেন এবং প্রচুর পরিমাণে ডেটা ব্যবহার করেন, পাশাপাশি দীর্ঘমেয়াদি ভ্যালিডিটি চান। যারা প্রতি মাসে রিচার্জ করতে চান না, তাদের জন্য ৭২ দিনের এই প্ল্যানটি হতে পারে সেরা বিকল্প।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন