৭ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সমাবেশ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬,০০০ শিক্ষক চাকরি হারিয়েছেন। তাঁদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে আগামী ৭ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আশঙ্কা প্রকাশ করেছেন যে, বিরোধী দলগুলি এই সমাবেশে অশান্তি সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, “বিরোধী চক্রান্তকারীরা চায় না মুখ্যমন্ত্রীর বার্তা সবার কাছে পৌঁছে যাক।”​

আরও পড়ুন:- ডকুমেন্ট আপনার, সিমকার্ড তুলেছে অন্য কেউ। কী ভাবে বুঝবেন? জেনে নিন

কুণাল ঘোষ আরও জানান, “মুখ্যমন্ত্রী সংকটময় মুহূর্তে বিকল্প পথ খোঁজার চেষ্টা করছেন। আমাদের কাছে একাধিক সূত্রে খবর আসছে, কালকের সভায় বিরোধী দলের একাংশের মদতে পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে গণ্ডগোল সৃষ্টির চেষ্টা করা হতে পারে।” তিনি চাকরিহারাদের উদ্দেশ্যে বলেন, “সিপিএম, বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না। ওঁরা আপনাদের সমস্যার জট খুলতে আসবে না।”​

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায় মেনে আগামী তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। এই সমাবেশে তিনি চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে তাঁদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমাবেশে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে এবং বিরোধীদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন:- টার্গেট পূরণে ব্যর্থ হওয়ায় কর্মচারীকে কুকুরের মতো হাঁটানো হল, কোথায় ঘটলো এমন ঘটনা ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন