৭ লাখ কৃষক বন্ধুর একাউন্টে টাকা দিচ্ছে সরকার ! জানুন কারা পাবে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : কৃষকদের জন্য খুশির খবর। এবার কৃষকবন্ধুদের (Krishak Bandhu) অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে সরকার। লাখ লাখ কৃষক সরকারের দ্বারা আর্থিক সহায়তা পাবেন। সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পেয়ে লাভবান হবেন কৃষক, ভাগ চাষী, দিনমজুর সকলেই। ইতিমধ্যে জানা যাচ্ছে, প্রায় ৭ লাখ কৃষকবন্ধুর একাউন্টে টাকা পাঠাতে চলেছে রাজ্য সরকার।

আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট

West Bengal Krishak Bandhu Scheme

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু (Krishak Bandhu). এই বিশেষ প্রকল্পের মাধ্যমে প্রতিবছর লাখ লাখ কৃষক উপকৃত হন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন পিএম কিষান যোজনা (PM Kisan Yojana) প্রকল্পের সূচনা করেছেন ঠিক তেমনভাবেই রাজ্য সরকার কিষানদের স্বার্থে চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প। বর্তমানে আমরা কম বেশি সবাই এই প্রকল্প সম্পর্কে জানি। কৃষকেরা অপেক্ষায় থাকেন রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তা পাওয়ার।

কৃষকদের একাউন্টে টাকা পাঠাচ্ছে সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কৃষক বন্ধু প্রকল্পে (Krishak Bandhu) উপকৃত হতে চলেছেন রাজ্যে বসবাসকারী কিষানরা। ইতিমধ্যে জানা যাচ্ছে যে, খারিফ মরশুমে নদীয়া জেলার ৬ লক্ষ ৪১ হাজার চাষি ‘কৃষক বন্ধু’ প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন। সরকারি প্রকল্পের (Government Scheme) টাকা ঢুকে গিয়েছে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর এবার মোট ১৬৩ কোটি টাকা চাষিদের দেওয়া হচ্ছে বলে খবর।

এবছর অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে অনেক ক্ষতি হয়েছে। তাই সমস্যায় পড়েছেন রাজ্যের কৃষকরা। তাঁরা আর্থিক সাহায্য চাইছেন। অর্থ সাহায্য মিললে তাঁদের কিছুটা হলেও অবস্থার সুরাহা হবে। এদিকে, সামনেই বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের আগে যদি চাষিদের অ্যাকাউন্টে টাকা আসে, তাহলে সেটাও রাজনৈতিক ফায়দা। সার্বিকভাবে তৃণমূলকে রাজনৈতিকভাবে এগিয়ে রাখবে।

আরও পড়ুন : গ্রাহকদের বিরাট স্বস্তি! গ্যাসের দাম অনেকটা কমালো কেন্দ্র সরকার। জানুন কতটা কমলো

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন