৮৪ দিন পর্যন্ত ফ্রী সবকিছু Jio-র, দেখে নিন ধামাকা রিচার্জ প্ল্যান সম্পর্কে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

বর্তমানে মোবাইল ব্যবহার ছাড়া মানুষের জীবন যেন অচল। দিনে কতবার যে কল করতে হয়, কত তথ্য খুঁজতে হয় গুগলে কিংবা কতবার যে OTT প্ল্যাটফর্মে চোখ রাখতে হয়, তার খোজ নেই। এসবই সম্ভব হয় একটি ভালো রিচার্জ প্ল্যানের সাহায্যে যেখানে আনলিমিটেট সবকিছু থাকবে। আর ঠিক এই জায়গাতেই বাজিমাত করেছে Reliance Jio

দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা জিও তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এমন কিছু দুর্দান্ত ৮৪ দিনের মোবাইল আনলিমিটেট প্ল্যান, যেগুলো শুধুমাত্র সাশ্রয়ীই নয়, বরং অফারও দিচ্ছে একাধিক  পরিষেবা– কলিং, ডেটা, SMS এমনকি OTT সাবস্ক্রিপশন সহ। এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো জিও-র এমনই তিনটি প্ল্যান যা বর্তমান সময়ে আপনার মোবাইল ব্যবহারের অভিজ্ঞতাকে করে তুলবে আরও স্মার্ট এবং স্বচ্ছন্দের।

কেন জিও-র ৮৪ দিনের প্ল্যানগুলি এত জনপ্রিয়?

  1. মাত্র একবার রিচার্জ করলেই ৩ মাস নিশ্চিন্তে আনলিমিটেট ব্যবহার
  2. প্রতিদিন পর্যাপ্ত ডেটা ও আনলিমিটেড কলিং সুবিধা থাকবে
  3. জিও Cinema, JioTV এবং Hotstar-এর মত OTT পরিষেবা বিনামূল্যে পাবেন
  4. কম খরচে সর্বাধিক পরিষেবা থাকবে এখানে

Jio-এর সেরা ৩টি ৮৪ দিনের রিচার্জ প্ল্যান

প্ল্যানের দাম ভ্যালিডিটি ডেটা কলিং SMS অতিরিক্ত সুবিধা
₹799 ৮৪ দিন প্রতিদিন 1.5GB আনলিমিটেড প্রতিদিন 100 SMS Hotstar সাবস্ক্রিপশন
₹859 ৮৪ দিন প্রতিদিন 2GB আনলিমিটেড প্রতিদিন 100 SMS Hotstar + JioTV
₹889 ৮৪ দিন প্রতিদিন 1.5GB আনলিমিটেড প্রতিদিন 100 SMS Hotstar + JioSaavn Pro

কার জন্য কোন প্ল্যান সেরা?

  1. কম ডেটা ব্যবহারকারীদের জন্য: ₹799 প্ল্যান যথেষ্ট হবে।
  2. ওভারঅল ব্যালেন্সড ইউজের জন্য: ₹859 প্ল্যান একদম পারফেক্ট প্ল্যান।
  3. OTT ও মিউজিকপ্রেমীদের জন্য: ₹889 প্ল্যানই বেস্ট চয়েস হবে।

জিও রিচার্জ কীভাবে করবেন?

এর জন্য আপনার মোবাইল থেকে MyJio অ্যাপ অথবা Jio.com ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজের নম্বর দিয়ে লগ ইন করুন এবং উল্লিখিত যেকোনো প্ল্যান অবিলম্বে রিচার্জ করুন মাত্র এক ক্লিকে। এছাড়াও অন্যান্য UPI মাধ্যম PhonePe, Google Pay, Paytm-এর মতো অ্যাপ থেকেও এই প্ল্যানগুলো রিচার্জ করা যায়।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন