৮৪ দিন সবকিছু ফ্রি দিচ্ছে Jio. কোন কোন পরিষেবা গুলি পেতে চলেছেন?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতবর্ষের বিভিন্ন নামিদামি টেলিকমিউনিকেশন সংস্থাগুলির মধ্যে অন্যতম রিলায়েন্স জিও। এই Jio কোম্পানি বরাবরই তাদের গ্রাহকদের জন্য নিত্যনতুন সাশ্রয়ী জিও মোবাইল রিচার্জ প্ল্যান নিয়ে আসে। জিওর একাধিক রিচার্জ প্ল্যান এর মধ্যে থেকে সব থেকে কম বাজেটে দীর্ঘমেয়াদী জিও রিচার্জ প্ল্যান গুলি জনসাধারণের মধ্যে বিপুল পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে আজকে আমাদের প্রতিবেদনের জিওর এমন তিনটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে একবার রিচার্জ করলেই তার বৈধতা থাকবে 84 দিন অর্থাৎ প্রায় 3 মাসের বৈধতা দিচ্ছে এই দুর্দান্ত রিচার্জ প্ল্যান গুলি। তাই আর একেবারেই সময় নষ্ট না করে চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

রিলায়েন্স জিও মোবাইল রিচার্জ প্ল্যান

ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা রিলায়েন্স জিও। অন্যান্য কোম্পানির রিচার্জ প্ল্যানের তুলনায় এই কোম্পানীর নেটওয়ার্ক ও গ্রাহক পরিষেবা অপেক্ষাকৃত ভালো। এছাড়া BSNL ছাড়া সমস্ত কোম্পানির রিচার্জ প্ল্যানের চেয়ে সস্তায় পাওয়া যায়। আর এই কারনেই দেশের সবচেয়ে বেশি গ্রাহক, Jio এর দখলে।

Top 3 Jio Mobile Recharge Plans of 84 days Validity

এই কোম্পানির তরফে তাদের পপুলার ক্যাটাগরির মধ্যে অন্যতম রিচার্জ প্ল্যান দিচ্ছে মাত্র 799 টাকায়। এই প্ল্যানটি একবার রিচার্জ করলে এর ভ্যালিডিটি থাকছে 84 দিন পর্যন্ত। তাহলে তো জানতেই হচ্ছে, এই জিও রিচার্জ প্ল্যানটির মাধ্যমে গ্রাহকেরা ঠিক কোন কোন পরিষেবা গুলি পেতে চলেছেন?

Jio Recharge Plan 799

রিলায়েন্স জিওর এই দুর্দান্ত 799 রিচার্জ প্ল্যানের সাহায্যে আনলিমিটেড কলিং, প্রতিদিন 1.5 GB করে ডেটা পরিষেবা পাবেন গ্রাহকেরা। এর পাশাপাশি প্রতিদিনে 100টা সাধারণ SMS ও পাঠানো যাবে। অর্থাৎ মোবাইল কলিং থেকে শুরু করে ইন্টারনেট এবং এসএমএস পরিষেবার সবকিছুই পেয়ে যাচ্ছেন একটি রিচার্জ প্ল্যানে তাও আবার প্রায় তিন মাসের জন্য। তবে এখানেই এই রিচার্জ প্ল্যান এর সুযোগ সুবিধা শেষ হচ্ছে না। এর সাথে থাকতে জিও হটস্টারের সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রিপশন।

Jio Recharge Plan 859

জিও কোম্পানির দ্বিতীয় যে রিচার্জ প্ল্যানটি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, তার দাম রয়েছে মাত্র 859 টাকা। আগের প্ল্যানের মতোই এই প্ল্যানের রিচার্জে আপনি একবার করালেই 84 দিন পর্যন্ত দীর্ঘ মেয়াদী সুযোগ-সুবিধা লাভ করতে পারবেন। এই প্ল্যানে রিলায়েন্স জিও দিচ্ছে আনলিমিটেড ভয়েস কলিং, 100 দৈনিক SMS সুবিধা এবং প্রতিদিনে 2GB করে ইন্টারনেট পরিষেবা। এর পাশাপাশি এই জিও রিচার্জ প্ল্যানটি নিলেও JioHotstar সাবস্ক্রিপশনের মত একাধিক সুযোগ-সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে লাভ করতে পারবেন গ্রাহকেরা।

 

Jio Recharge Plan 889

রিলায়েন্স জিও র দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যানের পাশাপাশি কোনো গ্রাহক যদি আনলিমিটেড এন্টারটেনমেন্ট পেতে চান, তাহলে তারা আর মাত্র কিছু টাকা বেশি দিয়ে 889 এর রিচার্জ প্ল্যানটি বেছে নিতে পারেন। এই রিচার্জেও আনলিমিটেড ফ্রি কলিং, প্রতিদিনের 100 SMS সুবিধার পাশাপাশি পাবেন প্রতিদিন 1.5 GB মোবাইল ডেটার সুবিধা। এই জিও রিচার্জ প্ল্যানটির সবথেকে আকর্ষণীয় দিক হলো, একবার এই রিচার্জ করলেই আগামী 84 দিন পর্যন্ত JioHotstar সাবস্ক্রিপশনের পাশাপাশি পেয়ে যাবেন Saavan Pro এর অতিরিক্ত সাবস্ক্রিপশন।

 

উপসংহার

উপরোক্ত ৩টি রিচার্জ প্ল্যানের দাম ই আয়ত্তের মধ্যে। এবার আপনার চাহিদামতো যেকোনো একটি রিচার্জ করতে পারেন।

আরও পড়ুন:- বিমান গুরুতর দুর্ঘটনায় পড়লে পাইলট ‘Mayday Mayday’ বলে চিৎকার করেন, এর অর্থ কী?

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন