Bangla News Dunia, দীনেশ :- দিনের পর দিন গরমে যেন দম বন্ধ হয়ে আসছে। সাধারণত এপ্রিল থেকে মে মাসে তাপ প্রবাহের তাণ্ডব বেশি দেখা যায়, কিন্তু এবার মার্চের মধ্যেই দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় পারদ ৪০ এর ঘর ছুঁয়েছে।
কড়া রোদে এই তাপমাত্রায় নাভিশ্বাস হয়ে উঠছে সাধারণ মানুষ। আর এই পরিস্থিতিতে যাদের রাস্তায় নেমে কাজ করতে হয় তাদের অবস্থা খুবই শোচনীয়। আর এই কারণেই নবান্ন (Nabanna) থেকে ঘোষণা করা হয়েছে, এবার থেকে রাজ্যের নির্দিষ্ট সরকারি কর্মীদের ৮ ঘন্টা নয়, বরং ৬ ঘন্টা ডিউটি করতে হবে।
আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে
কমলো সরকারি কর্মীদের ডিউটির সময়
সরকারি চাকরি মানেই শুধু এসি অফিসে বসে কাজ নয়। বহু সরকারি বিভাগ রয়েছে, যেখানে কর্মীদের প্রচন্ড গরমে রাস্তায় নেমে কাজ করতে হয়। যেমন ট্রাফিক পুলিশ, পৌরসভা কর্মী, জরুরী পরিষেবার কর্মী, অন্যান্য ফিল্ড ওয়ার্কার ইত্যাদি। তাপ প্রবাহের কষ্ট তাদের কিছুটা স্বস্তি দিতে এবার নবান্ন সিদ্ধান্ত নিয়েছে যে, এবার থেকে ৮ ঘন্টার জায়গায় ৬ ঘন্টা ডিউটি করতে হবে।
আরও পড়ুন : চলতি মাসে চারদিন ব্যাঙ্ক বন্ধ ! জানুন কোন কোন দিন গুলি ?
কারা পাবেন এই সুবিধা?
রাজ্য সরকারের তরফ থেকে এই বিশেষ সুবিধা শুধুমাত্র যারা রাস্তায় কাজ করেন তাদের জন্যই কার্যকর হবে। প্রথম দফায় ট্রাফিক পুলিশদের জন্য এই নিয়ম চালু করা হচ্ছে। আগে যেখানে তাদের ৮ ঘন্টা ধরে কাজ করতে হতো, এখন সেটা কমিয়ে ৬ ঘন্টা করা হয়েছে। অর্থাৎ, তাদের ২ ঘন্টা করে কম কাজ করতে হবে।
আরও পড়ুন : মাসে ৭০০০ টাকা দিচ্ছে সরকার, নতুন প্রকল্পে এক্ষুনি আবেদন করুন
কেন এমন সিদ্ধান্ত?
বিশেষজ্ঞরা মনে করছে, এই বছর গরমের প্রখর স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। তাপমাত্রা ৪০° চলে গিয়েছে। ফলে হিট স্ট্রোক এবং অসুস্থতার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি রাস্তায় কর্মরত ব্যক্তিরা তীব্র গরমে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই কারণেই ডিউটির সময় কমিয়ে আনা হয়েছে।
নবান্নের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে সরকারি কর্মীদের জন্য এক বড় স্বস্তির খবর। বিশেষ করে যারা ফিল্ড ওয়ার্ক করেন তাদের জন্য এটির খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।