৯০ দিনের মধ্যে বাংলাদেশে চালু হোক ‘স্টারলিঙ্ক’ পরিসেবা ! তবে কি ভয়ে ইলন মাস্ককে চিঠি ইউনূসের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা তথা টেসলা প্রধান ইলন মাস্ককে বাংলাদেশে আমন্ত্রন জানালেন মুহম্মদ ইউনূস(Muhammad Yunus)। সূত্রের খবর, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশে দ্রুত ‘স্টারলিঙ্ক’ ইন্টারনেট পরিসেবা চালু করার জন্য একটি চিঠি লিখেছেন মাস্ককে। সেখানেই তিনি আমন্ত্রণ জানিয়েছেন স্পেসএক্স প্রধানকে। এই পরিসেবা বাংলাদেশে চালু হলে তার থেকে উপকৃত হবেন দেশের যুব প্রজন্ম এবং মহিলারা, এমন সম্ভাবনার কথাও ইউনূস উল্লেখ করেছেন তাঁর এই চিঠিতে।

আরো পড়ুন :- মোদি সরকার দিচ্ছে ফ্রী চাকরির প্রশিক্ষণ ! মাসে মাসে পাবেন ৫,০০০ টাকাও

ইউনূসের বক্তব্য, স্পেসএক্স এবং টেসলা প্রধান মাস্ক যদি বাংলাদেশে আসেন তবে বাংলাদেশের যুব সমাজের সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে, যারা এই ‘স্টারলিঙ্ক’ পরিসেবা থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন। আর এইভাবে একসঙ্গে সুন্দর ভবিষ্যতের দিকে পা বাড়ানো যাবে। তিনি চিঠিতে লিখেছেন, “আসুন আমরা একসঙ্গে কাজ করি, যাতে আমাদের পারস্পারিক দৃষ্টিভঙ্গির মেলবন্ধনে একটি সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে পারি।”

আরো পড়ুন :- ‘BRICS’ জোট ভেঙে দিয়েছে ট্রাম্প? আসল কারণ কি ?

ইউনূসের দাবি, বাংলাদেশে স্স্টারলিঙ্ক পরিসেবা চালু হলে বদলে যাতে পারে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিকাঠামো,যার ফলে উপকৃত হবেন বাংলাদেশের উদ্যোগী যুবসমাজ,গ্রামাঞ্চলের নারীরা তথা প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের মানুষেরাও। ইউনূস তাঁর উচ্চস্তরীয় প্রতিনিধি খালিলুর রহমানকে নির্দেশ দিয়েছেন স্পেসএক্স টিমের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ বজায় রাখতে যাতে আগামী ৯০ দিনের মধ্যেই ‘স্টারলিঙ্ক’ ইন্টারনেট পরিসেবা বাংলাদেশে চালু করা যায়। এই প্রসঙ্গে ইলন মাস্কের বক্তব্য,‘ব্যাপারটি ভেবে দেখব।’

আরো পড়ুন :- কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার দিল্লির ‘লেডি ডন’, জানুন কীভাবে চালাতেন গ্যাং ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন