৯ মাস পর বাড়িতে পৌঁছে পোষ্যদের আদর সুনীতার, ভাইরাল ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- দীর্ঘ ৯ মাস মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। বিশ্ববাসীর পাশাপাশি সুনীতার ফেরা নিয়ে যেন অধীর আগ্রহে অপেক্ষা করছিল তাঁর পোষ্য সারমেয়রাও (Dogs)। আর অবশেষে সুনীতাকে দেখতে পেয়েই আনন্দে আত্মহারা হয়ে পড়ল তারা। পোষ্যদের সঙ্গে দেখা হওয়ার এই সুন্দর মুহূর্তের ভিডিও (Heartwarming video) সুনীতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

আরও পড়ুন:- ভারতেও ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করলেন IIT কানপুরের গবেষক

ভিডিওটির ক্যাপশনে সুনীতা লিখেছেন, ‘এটাই সবচেয়ে সুন্দর বাড়িতে ফেরার মুহূর্ত’। ভিডিওতে দেখা যাচ্ছে, সুনীতাকে দেখা মাত্রই খুশিতে তাঁকে ঘিরে ধরেছে পোষ্য দু’টি। তাঁকে ঘিরে আনন্দে লাফালাফি করতে, লেজ নাড়াতে দেখা গিয়েছে তাদের। সুনীতাও মন ভরে আদর করেছেন তাঁর প্রিয় পোষ্যদের। এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনেকেই। এমনকি স্পেসএক্স কর্তা এলন মাস্কেরও (Elon Musk) নজর এড়ায়নি ভিডিওটি। তিনি কমেন্টে একটি হৃদয়ের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

মহাকাশে থাকাকালীনই সুনীতা জানিয়েছিলেন, তিনি তাঁর পোষ্যদের মিস করেন। পৃথিবীতে ফিরে তাদেরকে পুনরায় দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন তিনি। সুনীতা আরও জানিয়েছিলেন, মহাকাশে এই দীর্ঘ সময় ধরে থাকাকালীন সবচেয়ে কঠিন ছিল পৃথিবীতে ফিরে প্রিয়জনদেরকে দেখার অপেক্ষা। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুনীতা জানান, পৃথিবীতে স্বাভাবিক জীবনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। মহাকাশচারী বলেন, ‘মনে হচ্ছে আমি একটা দৌড়ে গিয়েছিলাম। যদিও সেটি ছিল ধীর গতির। তবে ফিরে এসে দারুন লাগছে। পৃথিবীর বাতাস অনুভব করে ভালো লেগেছে। চারপাশে আরও মানুষদের দেখতে পাচ্ছি। যা সত্যিই চমৎকার।’ উল্লেখ্য, গত ১৯ মার্চ ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ (ভারতীয় সময়) স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানে চড়ে পৃথিবীতে ফেরেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। ফ্লোরিডা (Florida) উপকূলের সমুদ্রের জলে নিরাপদেই অবতরণ করে তাঁদের মহাকাশযান।


আরও পড়ুন:- এই গাছ বিক্রি করে বছরে ৬০ লাখ উপার্জন ! কেন এত দাম ? জেনে নিন

আরও পড়ুন:- যে সংস্থায় কাজ করেন তার বাথরুম ভাড়া নিলেন তরুণী, কেন? জানলে চমকে যাবেন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন