₹২৫,০০০ বিনিয়োগে মাসে ₹৫০,০০০ আয় সম্ভব ! দৈনন্দিন জীবনে সবার প্রয়োজন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আপনি কি এখনো বেকার? অনেকদিন ধরে চাকরি খুঁজছেন? এবার চাকরি নয় চাকরির থেকে বেশি আয় সম্পন্ন ব্যবসার আইডিয়া আপনার জন্য নিয়ে আসা হয়েছে। এবার চাকরির থেকে বেশি আয় করতে পারবেন যদি এই ব্যবসা শুরু করতে পারেন তাহলে। সব থেকে ভালো কথা হল এক্ষেত্রে স্বল্প মূল্য বিনিয়োগ করে বিপুল আয় করা সম্ভব। আপনি একজন যদি বেকার প্রার্থী হয়ে থাকেন এবং মাসে মাসে মোটা অংকের টাকা আয় করতে চান অল্প বিনিয়োগ করে তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। আসুন শেষ পর্যন্ত পড়ুন, নিচে তাপে তাপে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

সাধারণত যে কোন ব্যবসার উন্নতি নির্ভর করে তিনটি বিষয়ের উপর। সেই তিনটি বিষয়ের মধ্যে অন্যতম হলো উপযুক্ত জায়গা অর্থাৎ আপনি যেখান থেকে ব্যবসা শুরু করতে চান সেখানকার জনবহুলতা কেমন বা যে ব্যবসা শুরু করবেন তার চাহিদা কেমন। এরপর যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো মূলধনের পরিমাণ। যেকোনো ব্যবসা শুরু করতে প্রয়োজন হয়ে থাকে মূলধন আপনার মূলধনের উপর নির্ভর করবে আপনার ব্যবসার প্রসার। তাই আপনি যত মূলধন খারাপের ব্যবসার ক্ষেত্রে ততই বেশি লাভবান হবেন। এরপর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল কাঁচামালের যোগান। আপনি যে সমস্ত পণ্য বিক্রি করবেন তার আমদানি কোথায় থেকে হবে তা খুবই জরুরী।

বর্তমান সময়ে এমন একটি ব্যবসার খোঁজ করছেন যেখানে পুঁজি কম, ঝামেলা কম, এবং লাভ বেশি হয়? আপনি যদি বাড়িতে বসে ব্যবসা করতে চান, তবে “গিফট কিট ক্রিয়েটর” হওয়ার এই সুযোগ আপনার জন্য পারফেক্ট হতে চলেছে।

কেন এই ব্যবসা এত লাভজনক?

আমরা সবাই দেখছি বর্তমান সময়ে গিফট দেওয়ার ধরনে এসেছে বড় পরিবর্তন। আগে যেখানে মানুষ নিজ হাতে গিফট প্যাক করত, এখন সবাই খোঁজে এমন কিছু যা:

  • সুন্দরভাবে প্যাক হবে
  • ইউনিক
  • বাজেটের মধ্যে

গিফট কিট ব্যবসা কীভাবে কাজ করে?

এই ব্যবসাটি একেবারেই সহজ হয়ে থাকে:

  • এরজন্য কেউ আপনাকে তার প্রয়োজন বা উপলক্ষ্য জানাবে (বিয়ে, জন্মদিন, অন্নপ্রাশন ইত্যাদি)
  • আপনি তাদের প্রয়োজন অনুযায়ী বাজার থেকে আইটেম কিনে একটি ইউনিক গিফট কিট তৈরি করে নিতে পারেন
  • গিফট কিটের ছবি পাঠিয়ে অনুমোদন নিয়ে ডেলিভারি করতে পারবেন
  • তারা সন্তুষ্ট হলে আবারও অর্ডার আসতে থাকবে

এই পুরো প্রক্রিয়াটি হোয়াটসঅ্যাপ বা ফোনে কথা বলেই করা সম্ভব হবে। কোনো অফিস, দোকান বা বড়ো স্টোরের প্রয়োজন নেই।

কত টাকা পুঁজি লাগবে?

প্রাথমিকভাবে, ₹২৫,০০০-এ আপনি শুরু করতে পারেন-

  1. ৪–৫টি কাস্টম গিফট কিট তৈরি করলে যথেষ্ট
  2. প্রিন্টেড প্যাকেজিং, সজ্জা সামগ্রী ও ছোট ইনভেন্টরি রাখতে পারেন
  3. নিজের ভিজিটিং কার্ড, ফেসবুক/ইনস্টাগ্রাম পেজ খুলতে পারেন প্রোমোশনের জন্য
  4. স্থানীয় বাজারে কিছু বাল্ক কেনাকাটা করতে পারেন

কারা এই ব্যবসা শুরু করতে পারেন?

1. কলেজ ছাত্র-ছাত্রী

2. গৃহবধূ

3. রিটায়ার্ড কর্মচারী

4. যেকোনো সাধারণ আগ্রহী ব্যক্তি

লাভের হিসাব দেখুন

গিফট কিটের ক্ষেত্রে লাভ অনেক বেশি হয়ে থাকে প্রায় দ্বিগুণ। আপনি মাত ₹৫০০‑র একটি কিট তৈরি করে, তবে তার বিক্রয়মূল্য হতে পারে ₹১০০০–১৫০০ টাকা পর্যন্ত।

প্যাক খরচ (₹) বিক্রি মূল্য (₹) লাভ
গিফট কিট ১ ₹৫০০ ₹১০০০ ₹৫০০
গিফট কিট ২ ₹৭৫০ ₹১৫০০ ₹৭৫০
গিফট কিট ৩ ₹১০০০ ₹২০০০ ₹১০০০

মাসে ৫০টি অর্ডার মানে অন্তত ₹২৫,০০০–₹৫০,০০০ লাভ করা সহজ বিষয়। বেশি হলে আরও বেশি আয় সম্ভব। 

গিফট কিটে কী থাকে?

  1. ছোট সাজানো গিফট থাকে
  2. হ্যান্ডমেড কার্ড থাকে
  3. মেসেজ নোট থাকে
  4. কাস্টম বক্স থাকল
  5. ফুল, চকোলেট, আর্ট উপাদান
  6. ক্লায়েন্ট পছন্দ অনুযায়ী কিছু বিশেষ জিনিস

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন