1লা এপ্রিল থেকে রাজ্যের এই সমস্ত মহিলারা পাবে না লক্ষীর ভান্ডার !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

laxmi

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ থেকে 4 বছর আগে, রাজ্যের মহিলাদের হাতে আর্থিক সহায়তা প্রদান করার জন্য আনা হয়েছিল “লক্ষীর ভান্ডার” প্রকল্প। যার মাধ্যমে এখন বর্তমানে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা আর্থিক সহায়তা পেয়ে থাকেন প্রতিমাসে।

প্রত্যেক মাসে এই প্রকল্পের মাধ্যমে সংরক্ষিত শ্রেণীর মহিলারা 1200 টাকা এবং সাধারণ শ্রেণির মহিলারা 1000 টাকা আর্থিক সাহায্য পান। যেটা রাজ্য সরকারের তরফ থেকে সরাসরি সেই উপভোক্তা মহিলার ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়।

আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ

কিন্তু সেই নিয়ম আর আগামী 1লা এপ্রিল 2025 তারিখের পর আর কার্যকর থাকবে। সেই তারিখ থেকে রাজ্যের বেশ কিছু মহিলা এই প্রকল্পের অধীনে আর প্রতি মাসে ভাতা পাবে না। কিন্তু ঠিক কেন তারা আর ভাতা পাবে না ? সেই প্রশ্নের সমস্ত উত্তর লুকিয়ে রয়েছে আমাদের আজকের এই প্রতিবেদন। সুতরাং সম্পূর্ণ প্রতিবেদন টা অবশ্যই করে ফেলুন তাড়াতাড়ি।

নতুন নিয়ম অনুযায়ী কি বলা হয়েছে :

রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন নিয়ম অনুযায়ী বলা হয়েছে যে, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকে এবং KYC আপডেট করা না থাকে, তাহলে আপনি এপ্রিল মাস থেকে আর লক্ষীর ভান্ডার প্রকল্পের ভাতা পাবেন না। সুতরাং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক করা বাধ্যতামূলক এবং কেওয়াইসি আপডেট করাটাও বাধ্যতামূলক। সরকারের তরফ থেকে এই নিয়ম বদলানোর মূল লক্ষ্য হিসেবে বলা হয়েছে যে, প্রতিটা যোগ্য লক্ষ্মীর ভান্ডার প্রাপক যেন সঠিক তথ্য দিয়ে এই প্রকল্পের সুবিধা ওঠাতে পারে।

ঠিক কেন করা হলো এই পরিবর্তন :

রাজ্য সরকার লক্ষীর ভান্ডার প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখার জন্য মূলত এই পদক্ষেপ গ্রহণ করেছে। কেননা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ভুয়ো ব্যাংক একাউন্টের মাধ্যমে লোকের ভান্ডার প্রকল্পের টাকা তোলা হচ্ছে বা তথ্যের ওলট পালট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। তাই রাজ্য সরকারি বাড়ির সঠিক প্রাপকদের লক্ষীর ভান্ডার প্রকল্পের ভাতা টাকা পৌঁছে দিতে এই পরিবর্তন করার ঘোষণা করেছে।

আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন