100 টাকার নিচে রিচার্জ প্ল্যান ! মোদির বিরাট নির্দেশ, চাপের মুখে Jio, Airtel, VI

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বর্তমান আমাদের দেশে সাধারণ মানুষের কাছে মোবাইল এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি অংশ হয়ে দাড়িয়েছে। আর সেই মোবাইল ব্যবহার করতে গেলে প্রয়োজন হয় নানা প্ল্যান রিচার্জ করা। কিন্তু গত কয়েক বছরে মোবাইল রিচার্জের খরচ যেভাবে বেড়েছে, তাতে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত জনগণের ওপর বড়সড় আর্থিক চাপ হয়ে দাড়িয়েছে। বর্তমান পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে যে, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী মোবাইল রিচার্জ খরচ কমানোর জন্য কড়া বার্তা দিয়েছেন টেলিকম কোম্পানিগুলোকে।

মোবাইল রিচার্জ মূল্যবৃদ্ধির বর্তমান চিত্র

গত ২-৩ বছরে আমাদের দেশের প্রধান তিনটি টেলিকম সংস্থা—জিও (Jio), এয়ারটেল (Airtel), এবং ভোডাফোন আইডিয়া (VI)—একাধিকবার রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে। আগে যেখানে ₹৩৯ বা ₹৪৯-এর মধ্যে একটি বেসিক ভ্যালিডিটি রিচার্জ পাওয়া যাচ্ছিল, আজ সেই একই রিচার্জের জন্য খরচ করতে হচ্ছে ₹১৯৯ টাকা বা তার বেশি। এর ফলে বহু মানুষ ২-৩টি সিম ব্যবহারের বদলে এখন একটাই সিম চালাতে হিমসিম খাচ্ছেন।

বিশেষ করে নিম্নবিত্ত এবং গ্রামীণ জনগণের জন্য এটি বড় সমস্যা হয়ে উঠেছে। এই প্ল্যান তাঁদের দরকার শুধুমাত্র ইনকামিং কল এবং সরকারি মেসেজ পাওয়া। কিন্তু শুধুমাত্র এই পরিষেবার জন্য প্রতিমাসে ₹২০০ টাকা খরচ করা সম্ভব নয় অনেকেরই।

সাধারণ মানুষের চাপা ক্ষোভ

যদিও মোবাইল রিচার্জের মূল্য বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মনে অনেকদিন ধরেই ক্ষোভ জমা ছিল। কিন্তু এবার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, অনেকেই বাধ্য হয়ে রিচার্জ করা বন্ধ করে দিচ্ছেন। অনেক প্রবীণ নাগরিক, যারা শুধু গ্যাস, ব্যাংক, রেশন কার্ড বা অন্যানয় সরকারের বিভিন্ন স্কিম সংক্রান্ত মেসেজের জন্য মোবাইল ব্যবহার করে থাকেন, তাঁদের জন্য প্রতিমাসে ₹২০০ খরচ করা একদমই যুক্তিযুক্ত বিষয় নয়।

সরকারি ভাতা থেকে শুরু করে DBT, কৃষক সম্মান নিধি, ও অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পে যুক্ত থাকার জন্য মোবাইল নম্বর একমাত্র মাধ্যম হিসেবে কাজ করে। কিন্তু যদি মানুষ মোবাইল রিচার্জ করতেই না পারে, তাহলে এই সব প্রকল্প থেকে কার্যত তাঁরা বাদ পড়তে পারেন।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ: কেন্দ্রের কড়া বার্তা

এমন পরিস্থিতি দেখে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিকম বিভাগ ও TRAI-কে একটি কড়া বার্তায় বলেছেন এই কথা। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, দেশের দরিদ্র ও সাধারণ মানুষের জন্য ১০০ টাকার কমে অন্তত একটি বেসিক রিচার্জ প্ল্যান রাখা বাধ্যতামূলক করা হোক। এই প্ল্যানে কমপক্ষে ইনকামিং কল চালু থাকবে এবং মেসেজ রিসিভ করার মতো ভ্যালিডিটি বজায় থাকবে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন