Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আরসিবি অনুরাগীদের 17 বছরের অপেক্ষার অবসান হয়েছে ৷ 18তম আইপিএল-এ জয়ের মুকুট জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangalore) ৷ এই দলের মতোই পাঞ্জাব কিংস দল-ও প্রথমবার ফাইনালে ওঠে ৷ মঙ্গলবার, 3 জুন ফাইনালে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ‘আই সালা কাপ নামদে’ (Namde Cup) স্লোগানকে বাস্তবে রূপ দিয়েছে। উত্তর থেকে দক্ষিণের তারকারা ঐতিহাসিক জয়ের জন্য বিরাট কোহলি-সহ গোটা টিমকে অভিনন্দন জানিয়েছেন।
তারকাদের শুভেচ্ছা বার্তা
আরসিবি (RCB) 17 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর আইপিএল ট্রফি ঘরে তুলেছে। অনুরাগীদের পাশাপাশি সিনেমা জগতের অনেক তারকা আছেন যারা আরসিবিকে সমর্থন করেন। এই বছর আরসিবি সকলের ইচ্ছা পূরণ করেছে ৷ তারকারা সোশাল মিডিয়ায় আরসিবিকে অভিনন্দন জানিয়েছেন। ‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুন (Allu Arjun) ইনস্টাগ্রামে আরসিবি দলকে শুভেচ্ছা জানিয়েছেন ৷

অজয় দেবগণের পোস্ট (ইন্সটাগ্রাম স্টোরি)

আল্লু অর্জুনের পোস্ট (ইন্সটাগ্রাম স্টোরি)
আল্লু লেখেন, “অপেক্ষা শেষ, আমি কাপ জিতেছি। আমরা এই বড় দিনের জন্য 18 বছর অপেক্ষা করেছি, অনেক অভিনন্দন আরসিবি।” কার্তিক আরিয়ান (Karthik Aryan ) বিরাট কোহলির একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘অবশেষে 18 নম্বর জার্সি এবং 18 বছরও, অভিনন্দন বিরাট কোহলি।”

কার্তিক আরিয়ানের পোস্ট (ইন্সটাগ্রাম স্টোরি)

রণবীর সিংয়ের পোস্ট (ইন্সটাগ্রাম স্টোরি)
রণবীর সিং (Ranveer Singh) বিরাট কোহলি (Virat Kohli ) ও এবিডি ভিলিয়ার্সের একটি ছবি শেয়ার করে লেখেন, “এটাই সবকিছু”। ভিকি কৌশল ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “একজন মানুষ যিনি খেলাকে সবকিছু দিয়েছিলেন, এই মুহূর্ত দীর্ঘদিনের প্রতীক্ষার ফল “।

অর্জুন কাপুরের পোস্ট (ইন্সটাগ্রাম স্টোরি)
অর্জুন কাপুর (Arjun Kapoor) কাপ হাতে বিরাটের একটি ছবি শেয়ার করে লিখেছেন, “বিশ্বাস আর কঠোর পরিশ্রম ৷ 18 বছরে যা কিছু হয়েছে তা এখন ফ্যাকাশে মনে হচ্ছে। অভিনন্দন বিরাট কোহলি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, জয়ের ১৮ বছর ।”

ভিকি কৌশলের পোস্ট (ইন্সটাগ্রাম স্টোরি)

অনন্যা পাণ্ডের পোস্ট (ইন্সটাগ্রাম স্টোরি)
অভিনেত্রী অনন্যা পান্ডে আরসিবির জয়ের একটি ভিডিও শেয়ার করেছেন ৷ লাভ ইমোজি ও হাততালির ইমোজি ব্যবহার করেছেন ৷ ক্রিকেটপ্রেমী অজয় দেবগণ লেখেন, “আমি বছরের পর বছর ধরে তোমাকে দেখছি ৷ অবশেষে আরসিবি ইতিহাস তৈরি করেছে। অভিনন্দন বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্সের ( RCB) পুরো দলকে ।” আরসিবিকে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবরেকোন্ডাও ৷
Congratulations to @RCBTweets, all RCB fans ❤️
you have waited with so much energy and passion and love.
It’s a happy happy moment to see.
— Vijay Deverakonda (@TheDeverakonda) June 3, 2025
অনুরাগীদের প্রতি বিরাট কোহলির বার্তা
17 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর, বিরাট কোহলি আইপিএল ট্রফি জিতেছেন ৷ সোশাল মিডিয়ায় তিনি অনুরাগীদের উদ্দেশ্যে আবেগ ঘন বার্তা পোস্ট করেছেন ৷ তিনি লেখেন, “এই দল স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছে ৷ এমন মুহূর্ত আমি সারা জীবন মনে রাখব ৷ গত আড়াই মাস ধরে আমরা এই সফর পুরোপুরি উপভোগ করেছি। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আরসিবি অনুরাগীদের, যারা কঠিন সময়ে আমাদের ছেড়ে যাননি ৷ আইপিএল ট্রফিকে বলতে চাই- আমাকে 18 বছর অপেক্ষা করিয়েছ তোমাকে নিয়ে উদযাপন করার জন্য ৷ তবে সেই অপেক্ষাও এখন মূল্যবান মনে হচ্ছে ৷”
আরও পড়ুন:- আচমকাই অর্থ দফতরে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী মমতার , কেন ?