একধাক্কায় রাজ্যে ফের পারদ পতন ! শেষ লগ্নে শীত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পঞ্চমী তিথি পেরিয়ে একধাক্কায় রাজ্যে ফের পারদ পতন। হাওয়া অফিস সূত্র বলছে, দক্ষিণবঙ্গে অন্তত ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমেছে মঙ্গলবার। তবে এই আরাম বেশি দিনের নয়। সপ্তাহের মধ্যভাগ থেকে ফের তাপমাত্রার পারদে উত্থানের পূর্বাভাস শোনাচ্ছে হাওয়া অফিস।

আরও পড়ুন :- কানে ব্যথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি চিকিৎসা 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তাহ জুড়েই খামখেয়ালিপনা দেখাবে আবহাওয়া। বুধবার পর্যন্ত তাপমাত্রার পারদে পতন, বৃহস্পতিবার থেকে ফের তা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। দু-তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরে। সপ্তাহান্তে ফের নিম্নমুখী হবে পারদ। সকাল ও সন্ধ্যে ফিরবে হালকা শীতের আমেজ। তবে দোসর হতে পারে ঘন কুয়াশা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। চার জেলায় মঙ্গলবার কুয়াশার দাপট। ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। দৃশ্যমানতা নেমে আসবে ৫০ মিটারে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা।

কলকাতায় অবশ্য স্বাভাবিকের কিছুটা উপরেই থাকবে রাত ও দিনের তাপমাত্রা। সকালে খুব হালকা কুয়াশা থাকলেও দিনভর পরিষ্কার আকাশ। বৃহস্পতিবার ফের বাড়বে তাপমাত্রা। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহান্তে ফের তাপমাত্রা কিছুটা কমবে। সকাল-সন্ধ্যায় শীতের আমেজ অনুভূত হতে পারে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আরো পড়ুন :- বন্ধ্যাত্ব রোগের চিকিৎসায় সেরা হোমিওপ্যাথি ওষুধ !

আরও পড়ুন : মাধ্যমিক পাসে কলকাতা সিভিল কোর্টে চাকরি ! দেখুন আবেদন পদ্ধতি

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন