Bangla News Dunia, Pallab : অঙ্ক কী কঠিন ! তাই এবার উত্তরপত্র ছিঁড়েই ফেলল এক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটল মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে। মঙ্গলবারের পর শনিবার ফের পরীক্ষা ৷ আর্থাৎ মাধ্যমিকে অঙ্ক পরীক্ষার আগে 3 দিন ছুটি পেয়েছিল পরীক্ষার্থীরা। কিন্তু প্রশ্নপত্র কঠিন হয়েছে বলে অভিযোগ কিছু পরীক্ষার্থীর।
আরও পড়ুন : মিড-ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের ! জারি বিজ্ঞপ্তি
তেমনই একটি ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরে সূর্যপুর হাইস্কুলে পরীক্ষা দেওয়া এক পরীক্ষার্থীর। যে বেলান হাইস্কুলের পড়ুয়া। তবে সেই দু টুকরো হয়ে যাওয়া উত্তরপত্র জমা দিতে যান ওই পরীক্ষার্থী। বিষয়টি নজরে আনেন পর্যবেক্ষক। তার মানে অভিযোগ জানানো হয়েছে। তবে ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়নি। ফলে আগামীদিনের পরীক্ষা দিতে পারবে ওই পড়ুয়া।
আরও পড়ুন : হার্ট ‘ব্লকেজ’ কী ? কারণ কি ? জানুন সমাধান
অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে বাতিল হল 3 জনের পরীক্ষা। এদিন পরীক্ষা চলাকালীন মোবাইল উদ্ধার করা হয় এই 3 জন পরীক্ষার্থীর কাছ থেকে ৷ হুগলির রিষড়া স্বতন্ত্র হিন্দি বিদ্যালযের পড়ুয়া পরীক্ষা দিচ্ছিল হুগলির রিষড়া ব্রহ্মানন্দ কেশবচন্দ্র হাইস্কুলে ৷ কলকাতার বটতলা হাইস্কুলে পরীক্ষা দিচ্ছিল কলকাতার বদরতলা হাইস্কুলের এক পড়ুয়া। পুরুলিয়ার জেলা স্কুলের এক পড়ুয়া নেতাজি বিদ্যাপীঠের পরীক্ষা দিচ্ছিল। মধ্যশিক্ষা পর্ষদের এক কর্তা জানান, পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যেই এদের সকলের থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সকলের পরীক্ষায় বাতিল হয়েছে ৷