Bangla News Dunia, Pallab : চা শ্রমিকদের দাবি আদায়ে উত্তর কন্যা ঘেরাওয়ের ডাক বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। চা বাগানের তিরিশ শতাংশ জমিতে পর্যটনের তীব্র বিরোধিতা করে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দুর। অবিলম্বে রাজ্য সরকার নিজের সিদ্ধান্ত বদল না করলে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার পর এক লক্ষ চা শ্রমিককে নিয়ে উত্তরকন্যা ঘেরাওয়ের হুংকার শুভেন্দুর।
আরও পড়ুন : ভারতে চালু ৪ টি সরকারি কার্ড, না করলে বিপদে পড়বেন
প্রসঙ্গত সম্প্রতি,রাজ্য সরকার নোটিফিকেশন করেছে চা বাগানের তিরিশ শ জমি টি টুরিজম করা হবে তার তীব্র বিরোধিতা করেন শুভেন্দু। তিনি সভামঞ্চ থেকে গ্যাজেট নোটিফিকেশন ছিঁড়ে বিরোধিতা জানায়।
এ দিন, শুভেন্দু অধিকারী বলেন, “১ লক্ষ ২০ হাজার দিয়ে ঘর হয় না। আমরা এলে তিন লক্ষ দেব। এটা আগেই বলেছি। এবং মা বোনদের এক হাজারের বদলে তিন হাজার টাকা দেব। সব থেকে বড় কথা চাকরি দেব।
আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন