Bangla News Dunia, Pallab : আগামী বছর বিধানসভা ভোট। তার আগে পূর্ব মেদিনীপুর জেলায় একের পর এক সমবায়ে ক্ষমতা বাড়াচ্ছে শাসক শিবির। এ বার এগরা-১ ব্লকের তেলামী সমবায় সমিতির পরিচালকমণ্ডলীর নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল। এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা ৯টি। সোমবার নির্বাচনে তৃণমূল দখল করেছে ৬টি আসন। বাকি তিনটি আসন দখল করেছে বিজেপি। উল্লেখ্যে, যে পঞ্চায়েতের মধ্যে এই সমবায়, তা বিজেপির দখলে।
আরও পড়ুন : ভারতে চালু ৪ টি সরকারি কার্ড, না করলে বিপদে পড়বেন
সমবায়ের ভোট হলেও, তা নিয়ে এ জেলায় উন্মাদনার ছবি বারবার ধরা পড়েছে। এই এগরাতেই রীতিমতো কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় সমিতির ভোট করানোর উদাহরণও রয়েছে।
সোমবার সকাল থেকে সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল বিশেষ চোখে পড়ার মতো। বিকালে তৃণমূলের জয়ের খবর সামনে আসতেই সবুজ আবির নিয়ে মাঠে নেমে পড়েন তৃণমূলের কর্মীরা।
আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন
বিজেপি, তৃণমূল ৯টি আসনেই প্রার্থী দিয়েছিল। মোট ভোটার ছিলেন ৭৫৫ জন। যার মধ্যে ভোট পড়েছে ৬৩৩টি। এই সমবায় সাহাড়া গ্রামপঞ্চায়েতের মধ্যে পড়ে, যা এখন বিজেপির দখলে। ফলে বিজেপির শক্ত ঘাঁটিতে তৃণমূলের জয়ে বাড়তি অক্সিজেন পাচ্ছে শাসক দল।