Bangla News Dunia, Pallab : ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কিছুটা কমছে ৷ তবে শীতের হালকা আমেজ আরও কমবে। বাড়বে গরমের অস্বস্তি। দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। আজ, মঙ্গলবার দিনের আকাশ ভোরে কুয়াশাচ্ছন্ন হলেও বেলায় পরিষ্কার হবে । কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 20 ডিগ্রির আশেপাশে থাকবে।
আরও পড়ুন : ভারতে চালু ৪ টি সরকারি কার্ড, না করলে বিপদে পড়বেন
কলকাতায় মূলত আকাশ পরিষ্কার থাকবে ৷ আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া বুধবার পর্যন্ত বজায় থাকবে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা সামান্য বাড়বে ৷ সপ্তাহান্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে।
আগামী দু’দিন হালকা ঠান্ডার সামান্য রেশ একই রকম থাকতে পারে ৷ তবে তারপর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে, মঙ্গল থেকে বৃহস্পতি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে ৷ সপ্তাহের শেষে অর্থাৎ মার্চ মাসের শুরুতেই তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রায় বাড়বে বলে অনুমান আলিপুর আবহাওয়া দফতরের।
আরও পড়ুন : টাটার হাত ধরে ভারতে বিপ্লব ঘটাচ্ছে মোদী সরকার, বিশ্বের ১ নম্বর দেশ হবে এবার ভারত
উত্তরবঙ্গের ছবিটা অবশ্য একটু আলাদা। উচু পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে ৷ হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংঙের উঁচু পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা। ঘনকুয়াশা থাকবে উত্তরবঙ্গে। শুক্রবার ফের বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ৷