Bangla News Dunia, Pallab : 2025 সালের ফেব্রুয়ারিতে, পাঁচটি ব্যাঙ্ক সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিটের সুদ 9 শতাংশেরও বেশি সুদ দেওয়ার কথা ঘোষণা করেছে ৷ এই ব্যাঙ্ক গুলিতে সংশোধনের পর 9.1 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। এই পদক্ষেপের ফলে উপকৃত হবেন দেশের লক্ষ লক্ষ প্রবীণ নাগরিক ৷ সুদের হার বৃদ্ধির ফলে প্রবীণ নাগরিকদের অবসর পরবর্তী আর্থিক পরিস্থিতি ফেলে। ছয়টি প্রতিষ্ঠান 2025 সালের ফেব্রুয়ারি থেকে কার্যকর ফিক্সড ডিপোজিটের সংশোধিত সুদের হার ঘোষণা করেছে।
আরও পড়ুন : RBI-এর বড় ঘোষণা, ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশি তোলা যাবে না !
রেপো রেট কমানোর পর উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 2025 সালের 21 ফেব্রুয়ারি থেকে কার্যকর তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার সংশোধন করেছে। প্রবীণ নাগরিকদের জন্য, ব্যাঙ্কটি এখন 3 কোটি টাকার কম আমানতের জন্য 4.25 শতাংশ থেকে 8.75 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। 18 মাস মেয়াদী আমানতের জন্য সর্বোচ্চ 8.75 শতাংশ হারে সুদ প্রযোজ্য।
একই রকম ভাবে, সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 1 ফেব্রুয়ারি 2025 থেকে কার্যকর উল্লেখযোগ্য সংশোধনী এনেছে। ব্যাঙ্কটি এখন প্রবীণ নাগরিকদের জন্য এক থেকে তিন বছর মেয়াদী আমানতের উপর 8.75 শতাংশ হারে সুদ এবং পাঁচ বছর মেয়াদী আমানতের উপর 9.1 শতাংশ হারে সুদ দিচ্ছে।
আরও পড়ুন : ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে, নতুন নিয়ম চালু !
এই সংশোধনীগুলি প্রতিযোগিতামূলক বাজার পরিবেশের উপর গুরুত্ব দিয়ে করা হয়েছে ৷ বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য, যাঁরা অবসর-পরবর্তী আয়ের স্থিতিশীলতার জন্য এই মেয়াদী সঞ্চয় গুলির উপর নির্ভরশীল।
ফিক্সড ডিপোজিটে কোন সরকারি ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে?
ব্যাঙ্ক অফ বরোদা 7.80 7.35 7.65 7.40
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 7.80 7.30 7.25 6.75
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র 7.95 7.25 7 7
কানারা ব্যাঙ্ক 7.75 7.35 7.30 7.20
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 7.95 7.25 7 6.75
ইন্ডিয়ান ব্যাঙ্ক 7.75 6.60 6.75 6.75