Bangla News Dunia, Pallab : আমেরিকার চোখ রাঙানিকে বার বারই উড়িয়ে এসেছে কিম জং উনের উত্তর কোরিয়া। মার্কিন-মুলুকের যাবতীয় হুঁশিয়ারি উড়িয়ে একাধিকবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। আরও একধাপ এগিয়ে গেল কিমের দেশ। প্রকাশ্যে আনল নির্মীয়মাণ পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের ছবি। যদি এই ধরনের সাবমেরিন তৈরিতে সক্ষম হয় উত্তর কোরিয়া, তাহলে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার কপালে গভীর চিন্তার ভাঁজ পড়তে বাধ্য।
আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে
উত্তর কোরিয়ার সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম কেসিএনএ (KCNA)-র তরফে শনিবার নির্মীয়মাণ সাবমেরিনের ছবি প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে ওই সাবমেরিনটিকে নিউক্লিয়ার পাওয়ার্ড স্ট্র্যাটিজিক গাইডেড মিসাইল সাবমেরিন বলা হয়েছে। যে শিপ ইয়ার্ডে ওই সাবমেরিনটি তৈরি হচ্ছে, সেখানে পরিদর্শনে গিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। সেই ছবি প্রকাশ্যে আনা হয়েছে। তবে কবে সেই পরিদর্শন হয়েছিল তা লেখা হয়নি।
আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন
এপি-র প্রতিবেদন সূত্রে খবর, দক্ষিণ কোরিয়ার এক সাবমেরিন বিশেষজ্ঞ মুন কেউন-সিক জানিয়েছেন, ছবি দেখে মনে হয়েছে এটি একটি ৬ হাজার বা ৭ হাজার টন ক্লাস ওয়ান সাবমেরিন। এতে অন্তত ১০টি মিসাইল বহন করা যায়। স্ট্র্যাটিজিক গাইডেড মিসাইল বলে যে শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, এর অর্থ এই সাবমেরিন পারমাণবিক অস্ত্র বহন করতে পারে।
আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড