West Bengal 1952 Voter List Download: পশ্চিমবঙ্গের পুরনো ১৯৫২ সালের ভোটার লিস্ট ডাউনলোড (1952 Voter List Download West Bengal) করুন এখন কয়েকটি ধাপ ফলো করে। পশ্চিমবঙ্গ সরকারের আর্কাইভ অধিদপ্তরের তরফ থেকে পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করার পোর্টাল চালু করা হয়েছে। সেই পোর্টাল থেকে পশ্চিমবঙ্গের পুরনো ১৯৫২ সাল থেকে ১৯৭১ সালের ভোটার লিস্ট ডাউনলোড করা যাবে।
নিচে উল্লেখিত কয়েকটি ধাপ ফলো করে সহজেই ১৯৫২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কয়েকটি ধাপ অনুসরণ করে ডাউনলোড করে নিন ১৯৫২ সালের ভোটার লিস্ট। এরপর দেখে নিন আপনার পূর্বপুরষদের নাম উক্ত ভোটার (Voter List 1952 West Bengal) লিস্টে রয়েছে কিনা।
১৯৫২ সালের ভোটার তালিকা ডাউনলোড করার আগে জানা থাকতে হবে, কোন জেলার অন্তর্গত বিধানসভায় আপনার পূর্বপুরুষেরা ভোট দিয়েছেন। সেই জেলা ও বিধানসভার নাম জানা থাকতে হবে। বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার তুলনায় ১৯৫২ সালে তুলনামূলক ভাবে অনেক কম জেলা রয়েছে, সেক্ষেত্রে সেই সকল জেলা ও আর্কাইভ অধিদপ্তরের তরফ থেকে যে সকল জেলার ১৯৫২ সালের ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে। সেই সকল জেলার ১৯৫২ সালের ভোটার লিস্ট আপনি ডাউনলোড (Old Voter List Download West Bengal) করতে পারবেন।
১৯৫২ সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন দেখুন – 1952 Voter List Download West Bengal
১) ১৯৫২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য নিচে উল্লেখিত জেলা থেকে জেলা বেঁছে নিন। এরপর জেলার পাশে থাকা ডাউনলোড (Download Now) লেখায় ক্লিক করুন।
২) পরবর্তী পেজে জিমেইল আইডি উল্লেখ করুন, যেহেতু পুরনো ভোটার লিস্ট জিমেইলে আপলোড করা হয়েছে। এছাড়াও আপনি সরাসরি আর্কাইভ অধিদপ্তরের তরফ থেকে চালু করা অফিসিয়াল পোর্টাল থেকেও সহজেই পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন।
৩) এরপর কোন বিধানসভার ১৯৫২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে৷ চাচ্ছেন, সেই বিধানসভার নাম খুঁজে নিয়ে ডাউনলোড করুন। অনেক ক্ষেত্রে মোবাইল ফোন দিয়ে কিছু জেলার ভোটার লিস্ট ডাউনলোড করতে সমস্যা হতে পারে, তাই আপনাকে কম্পিউটার কিংবা লেপটপের সাহায্য নিতে হবে, সেখান থেকেই সেই সকল জেলার পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন।














