কানে হঠাৎ যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি চিকিৎসা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Homeopathy

Bangla News Dunia, Pallab : কানের ব্যথা ও হোমিওপ্যাথি চিকিৎসা —

কানে ব্যথা সমস্যা ছোটদের এবং বড়দের উভয়ের ক্ষেত্রেই হতে পারে। কানে ব্যথা বেশ যন্ত্রণাদায়ক একটি সমস্যা। এর কারণে মেজাজ খিটখিটে হয় থাকে। কানে ব্যথা তীব্র হাতে পারে এবং জ্বালা পোড়ার অনুভূতিও হতে পার। এক কানে বা উভয় কানে ব্যথা হতে পারে। কানে ব্যথার মূল কারণ, লক্ষণ, রোগ নির্ণয় ও চিকিৎসা সম্পর্কে আমরা এখন জানবো।

আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন

বিভিন্ন কারণে হতে পারে কানে ব্যথা। যেমন – গলা ব্যথা বা চোয়ালের ব্যথার কারণেও হতে পারে কানে ব্যথা। এছাড়াও আরো যে কারণগুলোর জন্য কানে ব্যথা হতে পারে তা হল:-

🌷লক্ষন:-
১। ব্যথার কারনে ঘুম হয় না।
২। শিশুদের ক্ষুধামন্দা দেখা দেয়।
৩। নাক দিয়ে পানি পড়ে।
৪। কানে কম শুনে।
৫। শিশু শুধু চিৎকার করে কান্না করে।

🌷 হোমিওপ্যাথি একটি লক্ষন ভিত্তিক চিকিৎসা তাই উল্লেখিত ঔষধ গুলি ছাড়াও রোগীর লক্ষণের উপর নির্ভর করে আরো ঔষধ আসিতে পারে।

🌾একোনাইট – ঠান্ডা লাগার কারনে হঠাৎ করে কানে ব্যথা-বেদনা যন্ত্রনা হয়। কটকট দপদপ করে, ছটফটানি ও ভয় কাজ করে। কোন প্রকার শব্দ বা বাদ্যযন্ত্র সহ্য হয় না।

🌾বেলেডোনা – হঠাৎ আসে কিছুক্ষণ ব্যথা করে আবার ধীরে ধীরে চলে যায়, চুপ করিয়া থাকিলে ব্যথার উপশম হয়, কথা বলিলে বৃদ্ধি। কোন কিছু ভাল লাগেনা, কারো ভালো কথা শুনতেও বিষের মত মনে হয়, নড়াচড়ায় বৃদ্ধি।

🌾পালসেটিলা – কানে ভয়ানক বেদনা ও দপদপ করে, কানে যে পুঁজ হয় তাহা অত্যন্ত ঘন এবং হলদে বা একটু সবুজ রঙের। বিশেষ করে মহিলাদের কানের ব্যথায় ভালো কাজ করে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন