Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যের রাজভবন এবং অন্যান্য রাজ্যগুলিতে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের চিঠি পৌঁছেছে কেন্দ্রের তরফে ৷ আর তাও রাজ্য সরকারকে অন্ধকারে রেখে ৷ বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই সঙ্গে 20 জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপন ঘিরে ফের কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন মমতা ৷
এ দিন মমতা অভিযোগ করেন, দেশের অন্যান্য রাজ্য এবং কলকাতার রাজভবনে কেন্দ্রের তরফে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে বলে চিঠি পাঠানো হয়েছে ৷ মমতার বক্তব্য, “কেন রাজভবনগুলিকে বলা হচ্ছে বাংলা দিবস পালনের জন্য ৷ বাংলা দিবস যদি পালন করতেই হয়, তা পালন করবে বাংলার সরকার ৷ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়ে, গত দু’বছর ধরে পয়লা বৈশাখে বাংলা দিবস পালন করা হচ্ছে ৷ আমাদের রাজ্য সংগীত হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি বাংলার জল’ গান গ্রহণ করা হয়েছে ৷ এই খবর কেন্দ্রীয় সরকারের কাছে না-থাকলে, প্রয়োজনে তা সংগ্রহ করুন ৷ এক্ষেত্রে বাংলা সরকারকে উপেক্ষা করে বাংলা দিবস পালন করা হচ্ছে উত্তরপ্রদেশ, গুজরাত ও রাজস্থানে ৷”
উল্লেখ্য, কেন্দ্রের 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের পাল্টা রাজ্য সরকার গত দু’বছর ধরে পয়লা বৈশাখের দিন বাংলা দিবস পালন করছে ৷ এ নিয়ে বিধানসভায় বিলও পাশ করিয়েছেন মমতা ৷ এই ইস্যুতে, পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার দাবিতে ফের একবার সরব হলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, “বাংলা নাম নিয়েও ওদের আপত্তি ৷ আলফাবেট ধরলে আমাদের শেষ দিকে পড়ে থাকতে হয় যেকোনও প্রশাসনিক কাজকর্মের সময় ৷ তিনবার বিল সংশোধন করে পাঠিয়েছি ৷ প্রায় চার বছর হয়ে গিয়েছে ৷ গোটা বিষয়টা 10-12 বছর হতে চলল ৷ বাংলা নামটা দিতে ওদের আপত্তি কোথায় ?”
বাংলার বকেয়া প্রাপ্য, একশোদিনের কাজের টাকার মতো নানান ইস্যুতে ফের কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, “বাংলার প্রাপ্য না-দিয়ে, বাংলাকে অসম্মান করে, কী প্রমাণ করতে চাইছেন আপনারা ৷ চার বছর ধরে এরিয়ারের টাকা কোথায় ! 100 দিনের টাকা দেন না ৷ বাংলার বাড়ির টাকা দেন না ৷ গ্রামীণ রাস্তার টাকা দেন না ৷ এমন অনেক প্রকল্প আছে ৷ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে 1 লক্ষ 72 হাজার কোটি টাকা পায় ৷ কাজ করিয়েছেন অথচ পয়সা দেননি, সেই টাকা কে দেবে ? সেই টাকা চাইতে গিয়ে আমাদের এমপি-এমএলএ-দের জেলে ঢুকিয়ে দিয়েছিলেন ৷ মনে রাখবেন এই টাকাই রাজ্য সরকার তার নিজস্ব তহবিল থেকে দিয়েছে ৷”
আরও পড়ুন:- ঝাড়খণ্ডে অতিবৃষ্টির কারণে জল ছাড়া শুরু করল ডিভিসি, বাংলা কি এর ফল ভুগবে ?