2002 Voter List Download West Bengal: আপনার জেলার ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করুন এইভাবে,দেখুন!

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

West Bengal 2002 Voter List Download PDF: নভেম্বর মাসের ৪ তারিখ থেকে ডিসেম্বর মাসের ৪ তারিখ পর্যন্ত চলবে পশ্চিমবঙ্গে ভোটার এসআইআর (Voter SIR)। চলুন দেখে নেওয়া যাক, কিভাবে ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড (2002 Voter List Download West Bengal) করবেন মোবাইল ফোন দিয়েই। ২০০২ সালের ভোটার লিস্টে নিজের কিংবা বাবা ও মায়ের নাম থাকলে দিতে হবে না অতিরিক্ত নথি। তাহলে কিভাবে ডাউনলোড করতে পারবেন ২০০২ সালের ভোটার তালিকা? তা জানিয়ে দেওয়া হয়েছে আজকের প্রতিবেদনে।

ভোটার এসআইআর এ যদি কোনো ভোটার অংশগ্রহণ না করে থাকে, তাহলে সেই ভোটারের নাম বাদ পরবে ২০২৬ সালের ফাইনাল ভোটার লিস্ট (Final Voter List 2026) থেকে। এরজন্য অবশ্যই প্রত্যেক ভোটারকে ভোটার এসআইআর (Voter SIR) এ অংশ নিতে হবে। পশ্চিমবঙ্গে শেষবারের মতো ভোটার এসআইআর হয়েছে ২০০২ সালে। আর সেই ২০০২ সালের ভোটার লিস্টে যেসকল ভোটারের নাম রয়েছে, তাদের কোনো অতিরিক্ত নথি জমা করতে হবে না।

২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা অত্যন্ত জরুরি। আর তা হলো, আগামী ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর চলবে ভোটার এসআইআর। এই সময় প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি বিএলও এসে ভোটার এসআইআর ফর্ম বিলি করবেন, এরপর ভোটার তা ফিলাপ করে বিএলও এর কাছে জমা করবেন। এরপর খসড়া ভোটার তালিকা ৯ই ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশ করবেন নির্বাচন কমিশন। এই Draft Roll Voter List 2025 এ কোনো ভোটারের নাম না থাকলে, সেই সকল ভোটারেরা দাবি ও আপত্তি জানাতে পারবেন ৯ই ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে ৮ই জানুয়ারি ২০২৬ তারিখে মধ্যে। এরপর ৯ই ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে ৩১শে জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত শুনানি ও যাচাইকরণের কাজ চলবে। এরপর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ (West Bengal Final Voter List) হবে ৭ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে।

পশ্চিমবঙ্গে ২০০২ সালে যে ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন তা জানা থাকতে হবে, ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য। ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য নিচে উল্লেখিত জেলা থেকে আপনার জেলা বেছে নিন। এরপর বিধানসভা সিলেক্ট করুন ও কোন ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন, তা খুঁজে নিন। এরপর ভোট কেন্দ্রের পাশে থাকা Final Roll লেখায় ক্লিক করুন। এরপর স্ক্রিনে একটি ক্যাপচার কোড দেখতে পারবেন, তা দেখে দেখে নিচের বক্সে উল্লেখ করে Verify এ ক্লিক করুন। আপনার সামনে ২০০২ সালের ভোটার লিস্ট চলে আসবে, এরপর ডাউনলোড করে দেখে নিন আপনার ও পরিবারের নাম।

পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড লিংক জেলা ভিত্তিক – 

ক্রমিক নং জেলার নাম ডাউনলোড লিংক
বাঁকুড়া Download
বীরভূম Download
কোচবিহার Download
দক্ষিণ চব্বিশ পরগনা Download
দার্জিলিং Download
হুগলি Download
হাওড়া Download
জলপাইগুড়ি Download
ঝাড়গ্রাম Download
১০ কলকাতা উত্তর Download
১১ মালদা Download
১২ মুর্শিদাবাদ Download
১৩ নদীয়া Download
১৪ উত্তর চব্বিশ পরগনা Download
১৫ পূর্ব বর্ধমান Download
১৬ পূর্ব মেদিনীপুর Download
১৭ পশ্চিম মেদিনীপুর Download
১৮ পুরুলিয়া Download
১৯ উত্তর দিনাজপুর Download
২০ দক্ষিণ দিনাজপুর Download
২১ কলকাতা দক্ষিণ Download

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন