West Bengal 2002 Voter List Download New Website:২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করুন এক ক্লিকে। পশ্চিমবঙ্গের শেষ এসআইআর(SIR) ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করার নতুন পোর্টাল চালু করেছে সিইও দফতর। এবার সিইও দফতরের তরফ থেকে নতুন পোর্টাল চালু করা হয়েছে, যেখান থেকে ভোটাররা তাদের পুরনো ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন।
আজকের প্রতিবেদনে দেখে নিন কিভাবে ২০০২ সালের পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করবেন, সিইও দফতরের নতুন ওয়েবসাইট থেকে। পুরনো ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য, বেশ কয়েকটি বিষয় আপনার জানা থাকতে হবে। আর তা হলো – ২০০২ সালে কোন জেলার অন্তর্গত বিধানসভায় ভোট দিয়েছেন আপনি কিংবা যার ভোটার লিস্টে নাম দেখতে চাচ্ছেন সেই ব্যক্তি। এছাড়াও আর একটি বিষয় উল্লেখ করতে হবে, আর তা হলো সেই বিধানসভার অন্তর্গত কোন ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন – সেই ভোট কেন্দ্রের নাম।
পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড নতুন পোর্টাল থেকে, দেখুন –
১) প্রথমে আপনাকে ceowestbengal.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এছাড়াও নিচে সমস্ত জেলার ডাউনলোড লিংক দেওয়া হয়েছে।
২) এরপর Latest News – Electoral Roll Of SIR 2002 লেখার উপরে ক্লিক করুন।এছাড়াও ওয়েবসাইটের হোম পেজের নিচে থাকা Electoral Roll Of SIR 2002 লেখার উপরে ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে আপনার জেলার নাম সিলেক্ট করুন। এরপর বিধানসভা সিলেক্ট করুন।
৫) এরপর কোন ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন, তার পাশে থাকা Final Roll লেখায় ক্লিক করুন।
৬) আপনার স্ক্রিনে একট ক্যাপচার কোড চলে আসবে, তা Enter Text এ উল্লেখ করে Verify এ ক্লিক করুন।
৭) আপনার সামনে ২০০২ সালের ভোটার লিস্ট চলে আসবে, এখন ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম।
পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড লিংক জেলা ভিত্তিক –
[adinserter name=”Block 5″]
| ক্রমিক নং | জেলার নাম | ডাউনলোড লিংক |
|---|---|---|
| ১ | বাঁকুড়া | Download |
| ২ | বীরভূম | Download |
| ৩ | কোচবিহার | Download |
| ৪ | দক্ষিণ চব্বিশ পরগনা | Download |
| ৫ | দার্জিলিং | Download |
| ৬ | হুগলি | Download |
| ৭ | হাওড়া | Download |
| ৮ | জলপাইগুড়ি | Download |
| ৯ | ঝাড়গ্রাম | Download |
| ১০ | কলকাতা উত্তর | Download |
| ১১ | মালদা | Download |
| ১২ | মুর্শিদাবাদ | Download |
| ১৩ | নদীয়া | Download |
| ১৪ | উত্তর চব্বিশ পরগনা | Download |
| ১৫ | পূর্ব বর্ধমান | Download |
| ১৬ | পূর্ব মেদিনীপুর | Download |
| ১৭ | পশ্চিম মেদিনীপুর | Download |
| ১৮ | পুরুলিয়া | Download |
| ১৯ | উত্তর দিনাজপুর | Download |
| ২০ | দক্ষিণ দিনাজপুর | Download |
| ২১ | কলকাতা দক্ষিণ | Download |








