Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রে পরিবর্তনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি এদিন বলেন, “এই একুশের মঞ্চ থেকে দিল্লিতে সরকার উৎখাত করার শিলান্যাস করলাম ৷” তাঁর কথায়, “2026 শুধু বিধানসভা নির্বাচন নয়, এই ভোট দিল্লির দখলের প্রস্তুতি ৷”
ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে একুশের সমাবেশ মঞ্চ থেকে কেন্দ্র ও বিজেপিকে একের পর এক আক্রমণে বিদ্ধ করলেন তৃণমূল নেত্রী । প্রতিবাদের পাশাপাশি এদিন তাঁর বার্তায় ছিল পরবর্তী রাজনৈতিক লড়াইয়ের নীল নকশা । তৃণমূলের লড়াইকে দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমি ছেড়ে দেওয়ার মেয়ে নই । সিঙ্গুর-নন্দীগ্রাম মনে আছে তো ? এবার দিল্লিও মনে রাখবে বাংলা !”
মমতার কথায়, “2026-এর নির্বাচন শুধুমাত্র বিধানসভার নির্বাচন নয়, তা হবে দিল্লি দখলের প্রস্তুতি । বাংলার সম্মান, সংস্কৃতি ও ভাষার উপর আক্রমণের বিরুদ্ধে এবার লড়াই শুধু কলকাতার রাজপথে সীমাবদ্ধ থাকবে না, তা পৌঁছবে দেশের রাজধানীতেও । তাঁর অভিযোগ, বিজেপি এবং নির্বাচন কমিশন একযোগে বাংলার নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে । ভোটার তালিকা থেকে যদি একজনের নামও বাদ যায়, তাহলে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে । এটা বাংলার মানুষ মেনে নেবে না ।”
ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে একুশের সমাবেশ
কেন্দ্রের সরকার বেকারত্ব দূর করতে না-পারলেও তাঁর নেতৃত্বাধীন সরকারের আমলে রাজ্যে বেকারত্ব কমেছে বলে এদিন দাবি করেন মমতা ৷ তিনি বলেন, “গত কয়েক বছরে 40 শতাংশ বেকারত্ব কমেছে ৷ এটা বাংলার মানুষের গর্ব ৷ বিজেপি বলেছিল 2 কোটি চাকরি দেবে ৷ কিন্তু সেটা তারা করতে পারেনি ৷ রাজ্য সরকারের 94টি সামাজিক প্রকল্প আছে ৷ আট কোটিরও বেশি মানুষ স্বাস্থ্যসাথীর আওতায়, 2 কোটি মানুষকে দারিদ্রসীমার উপর তোলা হয়েছে, 77 লক্ষ জবকার্ডধারী কাজ পেয়েছেন, আর 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ বাংলাকে আত্মনির্ভরতার মডেলে রূপান্তর করেছে ।” তাঁর কথায়, “বাংলার প্রতিটি উন্নয়নের পিছনে রয়েছে সাধারণ মানুষের ঘাম-রক্ত, সেই গর্ব নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি । বিজেপির মিথ্যে প্রচারে কেউ ভুলবে না ।”
একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়
এদিন কেন্দ্রীয় সরকারের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তৃণমূল নেত্রী বলেন, “ওরা বাংলাতে বদল আনার কথা বলছে ৷ বাংলায় পরিবর্তন আনতে গিয়ে ভারত সরকারকে বদল হতে হবে না তো ! আগামী দিনে দিল্লি থেকে সরকারকে উৎখাত করার শিলান্যাস করলাম এই একুশের মঞ্চে ৷ 2026-এর ভোট শুধু ভোট নয়, 2026 হবে দিল্লি কাঁপানোর লড়াই ।”
একুশে জুলাইয়ে জনস্রোত