Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সারা রাজ্য যখন দোলের আনন্দে মেতে, ঠিক সেই সময় সাংগঠনিক রদবদলের ঘোষণা করল বিজেপি ৷ রাজ্যের 25টি সাংগঠনিক জেলায় সভাপতিদের নাম ঘোষণা করা হল বঙ্গ বিজেপির তরফে ৷ শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছে ৷
পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক জেলার সংখ্যা 43 ৷ তার মধ্য়ে 25টি সাংগঠনিক জেলায় সভাপতিদের নাম ঘোষণা হল ৷ বাকি 18টি জেলায় কবে ঘোষণা করা হবে নাম, সেই নিয়ে গেরুয়া শিবিরের তরফে কারও কোনও বক্তব্য মেলেনি ৷ সূত্রের খবর, আগামী সপ্তাহের মাঝামাঝি ঘোষণা হতে পারে নতুন রাজ্য সভাপতির নাম । আর তারপর পরের ধাপে বাকি 18 জন জেলা সভাপতির নাম ঘোষণা করা হতে পারে ।
পশ্চিমবঙ্গে 25টি সাংগঠনিক জেলায় সভাপতিদের নাম ঘোষণা বিজেপির৷
শুক্রবার বিজেপির তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে 17 জন নতুন মুখকে জেলা সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে ৷ তার মধ্যে অন্যতম তমলুক সাংগঠনিক জেলা ৷ সেখানে সভাপতি ছিলেন বিধায়ক তাপসী মণ্ডল ৷ তিনি সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন ৷ সেই জায়গায় এবার দায়িত্ব দেওয়া হয়েছে মলয় সিনহাকে ৷ এছাড়া আরামবাগের জেলা সভাপতি হিসেবে বিমান ঘোষকে সরিয়ে সুশান্ত বেরাকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ কাঁথিতে অরূপ রায়কে সরিয়ে সোমনাথ রায়কে নিয়ে আসা হয়েছে ।
আরও পড়ুন:- Mutual Fund থাকলেই এই বিরাট সুবিধা আপনিও পাবেন। এক ক্লিকে জেনে নিন
বিজেপি সূত্রে খবর, জেলা সভাপতিদের নাম নির্বাচন করার ক্ষেত্রে বিধায়কদের দায়িত্ব দেওয়া হবে না বলে নীতি গ্রহণ করা হয় ৷ শুক্রবারের তালিকায় সেই নীতিকে অনুসরণ করতে দেখা গিয়েছে ৷ সেই কারণেই বিধায়ক বিমান ঘোষকে বাদ দেওয়া হয়েছে ৷ অন্যদিকে উত্তরবঙ্গের কোচবিহারে জেলা সভাপতি সুকুমার রায়কে সরিয়ে নিয়ে আসা হয়েছে দলের আদি কর্মী অভিজিৎ বর্মনকে । অন্যদিকে জলপাইগুড়ির দীর্ঘদিনের জেলা সভাপতি বাপি গোস্বামীকে সরিয়ে আনা হয়েছে শ্যামল রায়কে ।
পশ্চিমবঙ্গে 25টি সাংগঠনিক জেলায় সভাপতিদের নাম ঘোষণা বিজেপির৷
কলকাতা উত্তর (তমঘ্ন ঘোষ), কলকাতা দক্ষিণ (অনুপম ভট্টাচার্য) ও শিলিগুড়ি (অরুণ মণ্ডল) সাংগঠনিক জেলায় সভাপতি পরিবর্তন করা হয়নি । মালদা উত্তর থেকে সরানো হয়েছে উজ্জ্বল দত্তকে । নয়া সভাপতি হয়েছেন প্রতাপ সিংহ । মালদা দক্ষিণেও নতুন মুখ অজয় গঙ্গোপাধ্যায়ের উপর ভরসা রাখা হয়েছে । বাঁকুড়ায় নতুন মুখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আনা হয়েছে ।
এই তালিকা গেরুয়া শিবিরে অবশ্য দু’টি দিক থেকে তাৎপর্যপূর্ণ ৷ প্রথমত, মণ্ডল সভাপতিদের নাম ঘোষণার সময় যে হারে হইচই শুরু হয়েছিল, বিজেপির নিচুতলার কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল, সেটা জেলা সভাপতিদের ক্ষেত্রে অনেকটাই কম ৷ যদিও তার মধ্যেই এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সদস্য শামসুর রহমান ৷ তাঁর প্রশ্ন, রাজ্য সভাপতি বাছাই করার আগে কীভাবে জেলা সভাপতিদের বেছে নেওয়া হল ?
শামসুর রহমানের অভিযোগ, আগামী বছর বিধানসভা নির্বাচনে বিজেপির যাতে ভরাডুবি হয়, সেই লক্ষ্যেই এই সাংগঠনিক রদবদল করা হয়েছে ৷ তিনি সরাসরি দলের দুই শীর্ষনেতার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন ৷ ফলে তাঁর এই ক্ষোভ রাজ্য সভাপতি নির্বাচনের আগে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে কি না, এখন সেটাই দেখার !
এদিকে হাওড়া সদর সাংগঠনিক জেলায় সভাপতি হয়েছেন গৌরাঙ্গ ভট্টাচার্য ৷ হাওড়ার পঞ্চাননতলা রোডে অবস্থিত বিজেপির সদর কার্যালয়ে পৌঁছতেই কর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান । উত্তরীয়, ফুলের তোড়া, আবির ও মিষ্টি দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয় । জেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এদিন উপস্থিত ছিলেন ও নতুন সভাপতির নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার নেন ।
গৌরাঙ্গ ভট্টাচার্য জানান, সাংগঠনিক শক্তিবৃদ্ধির পাশাপাশি হাওড়া শহরের প্রতিটি প্রান্তে বিজেপির উপস্থিতি সুদৃঢ় করাই তাঁর প্রাথমিক লক্ষ্য । আগামী এক মাসের মধ্যেই এই কাজের প্রভাব চোখে পড়বে বলে তিনি আশাবাদী । একই সঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনে হাওড়ায় বিজেপির শক্তিশালী অবস্থান গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি ।
আরও পড়ুন:- ভবিষ্যতের জন্য শিশুদের এটা শেখান। জানুন কি মত হার্ভার্ড অধ্যাপকের ?
আরও পড়ুন:- এটাই পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গা, যেখানে মানুষ পৌঁছলে আর ফিরতে পারবে না, বিস্তারিত জেনে নিন