Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আগেই মার্কিন সুপ্রিম কোর্ট মুম্বই হামলার মূল চক্রী তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছিল ৷ তারপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর জানিয়েছিলে, তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়া হবে ৷ কিন্তু, এরপরও 26/11 মুম্বই হামলার চক্রী তাহাউর মার্কিন সুপ্রিম কোর্টে আর্জি জানায় ভারতে প্রত্যর্পণ স্থগিত করার জন্য ৷ কিন্তু, রানার সেই আবেদন খারিজ করে দিল আমেরিকার শীর্ষ আদালত ৷
আবেদনে রানা জানায়, যেহেতু তিনি পাকিস্তানি বংশোদ্ভূত একজন মুসলিম এবং পাক সেনাবাহিনীর প্রাক্তন সদস্য, এর ফলে ভারতে তাকে নির্যাতন করা হতে পারে ৷ এর ফলে স্বাস্থ্যজনিত কারণে তার মৃত্যুও হতে পারে। 2024 সালের জুলাই মাসের তার মেডিক্যাল রিপোর্টে দেখা যায়, সে অ্যাওর্টিক অ্যানিউরিজমে রোগে আক্রান্ত ৷ এছাড়াও পারকিনসন রোগ এবং সম্ভাব্য মূত্রাশয় ক্যানসারে ভুগছে ৷ তাই তার জীবন ঝুঁকিপূর্ণ ৷
আরও পড়ুন:- কলকাতার সব জলাশয় নিয়ে দারুন সিদ্ধান্ত পুরনিগমের, বিস্তারিত জানুন
গত জানুয়ারিতে, রানাকে ভারতে প্রত্যার্পণের অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। 2008 সালের মুম্বই হামলার মামলায় পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক রানার যোগসূত্র খুঁজে পায় ভারত। এরপর থেকেই তাঁকে ভারতে আনার চেষ্টা চলছিল। গত ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউসে মোদি-ট্রাম্প দ্বিপাক্ষিক বৈঠক শেষে 26/11 হামলার মূল চক্রী তাহাউর রানাকে ভারতে পাঠানোর কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ৷
এদিকে, মুম্বই সন্ত্রাসী হামলার অভিযুক্ত তাহাউর রানা গত 27 ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্টে ভারতে তার প্রত্যর্পণ স্থগিত চেয়ে প্রধান বিচারপতি জন রবার্টসের কাছে নতুন করে আবেদন করে। শুক্রবার আমেরিকার সুপ্রিম কোর্টের নবম সার্কিটের বিচারপতি প্রত্যর্পণের নির্দেশ দ্রুত পুনর্বিবেচনার জন্য রানার আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক 64 বছর বয়সি রানা বর্তমানে লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক রয়েছে।
আরও পড়ুন:- ইন্টারভিউর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নতুন করে কর্মী নিয়োগ চলছে! দেখে নিন আবেদন পদ্ধতি
আরও পড়ুন:- কসবা কাণ্ডের পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ, কি জানা গেলো ?