Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মার্শাল আর্টের আইকন ও বিশ্বসেরা অভিনেতা জ্যাকি চ্যানের আজ 71তম জন্মদিন ৷ হংকং থেকে আসা জ্যাকি চ্যান খুব কম বয়সেই সিনেমা জগতে কাজ শুরু করেন। তিনি মার্শাল আর্টের লেজেন্ড ব্রুস লি’র ছবিতে একজন ব্যাকগ্রাউন্ড স্টান্টম্যান হিসেবে কাজ করেন।
ব্ল্যাক বেল্ট জেতার পর, জ্যাকি জুডো, তায়কোয়ান্দো এবং জিৎ কুনে ডো-সহ অন্যান্য মার্শাল আর্ট শেখেন। জ্যাকি চ্যানের ক্যারিয়ার সাতের দশকের শেষের দিকে শুরু হয়েছিল ৷ কিন্তু খ্যাতির শিখরে পৌঁছান আটের দশকে ৷ নয়ের দশকে জ্যাকি বিশ্বের অন্যতম অভিনেতার খেতাব জিতে নে ৷ পরবর্তী সময়ে হংকং সিনেমার পাওয়ার হাউস হয়ে ওঠেন জ্যাকি চ্যান।
জ্যাকি চ্যান তাঁর 6 দশকেরও বেশি সময় ধরে চলা ক্যারিয়ারে 140টি ছবিতে কাজ করেছেন ৷ অভিনয়ের সেই ধারাবাহিকতা আজও অব্যাহত ৷ 1978 সালে, তিনি তাঁর প্রথম ছবি ‘দ্য ফিয়ারলেস হিনা’ পরিচালনা করেন ৷ এখন পর্যন্ত তিনি 10টি ছবি পরিচালনা করেছেন। 2016 সালে, জ্যাকিকে সিনেমায় অসামান্য অবদানের জন্য অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত করা হয় ৷ অভিনেতার জন্মদিনে রইল তাঁর সম্পর্কিত নানা অজানা তথ্য ৷
1. জ্যাকি চ্যানের আসল নাম চ্যান কং-সাং। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় একটি নির্মাণ সংস্থায় কাজ করার সময় তাঁর সহকর্মীরা জ্যাকি নাম রাখেন ৷
2. নিজের জমানো পুঁজির একটাকা জ্যাকি তাঁর সন্তানকে দেননি ৷ অভিনেতার মনে তাঁর ছেলে জেসির উচিত নিজে উপার্জন করে খরচ করা ৷ রিপোর্ট অনুযায়ী, জ্যাকির মোট সম্পদের পরিমাণ 350 মিলিয়ন ডলার ৷ তিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।
3. অনেকেই জানেন না অভিনয়ের পাশাপাশি জ্যাকি চ্যান দুর্দান্ত গায়কও বটে ৷ তিনি এগারোটি স্টুডিয়ো অ্যালবামে গান গেয়েছেন ৷ পাশাপাশি 9টি সিঙ্গল গান প্রকাশ করেছেন। জ্যাকি ডিজনি মুভির জন্য চাইনিজ ভাষায় ডাবিংও করেছেন ৷
4. অভিনয় এবং গান গাওয়ার পাশাপাশি, তিনি ম্যান্ডারিন, ক্যান্টোনিজ, ইংরেজি, জার্মান, কোরিয়ান, জাপানি, থাই এবং আমেরিকাকার সাংকেতিক ভাষা (সাইন ল্যাঙ্গোয়েজ) ও বলতে পারেন।
5. জানা যায়, গল্প-অ্যাকশন দৃশ্য পছন্দ না হলেও শুধুমাত্র টাকার জন্য জ্যাকি চ্যান ‘রাশ আওয়ার’ সিনেমায় অভিনয় করেন ৷
6. জ্যাকি চ্যান এখনও পর্যন্ত কোনও ছবিতে খলনায়ক বা নেতিবাচক চরিত্রে অভিনয় করেননি। ভবিষ্যতে তিনি তা করতে চাননা বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ৷ জ্যাকি বিশ্বের একমাত্র অভিনেতা যাকে কেউ পছন্দ করেন না, এমনটা নেই ৷ অর্থাৎ তাঁকে পছন্দের তালিকায় হেটার-এর সংখ্যা শুন্য ৷
7. জ্যাকিকে ব্রুস লি’র দুটি ছবি, ‘ফিস্টস অফ ফিউরি’ এবং ‘এন্টার দ্য ড্রাগন’-এ স্টান্টম্যান হিসেবে দেখা গেছে। এরপরেই অভিনেতা নিজের নাম পরিবর্তন করে রাখেন চ্যান ইউয়েন লুং ।
8. তিনি সিং কার প্যান নামে নিজস্ব স্টান্ট দল গঠন করেন। জানা যায়, আমেরিকায় চিকিৎসার জন্য ইন্সুরেন্স পেতে নাজেহাল হতে হয়েছিল চ্যানকে ৷ নাক ভাঙা, দাঁত ভাঙা, ঠোঁট ফেটে যাওয়া, কাঁধের স্থানচ্যুতি ছাড়াও একাধিক আঘাত পেয়েছিলেন তিনি ৷
9. জ্যাকি চ্যান অ্যাকশনের পাশাপাশি কমেডিও করেন ৷ তিনি কুংফুতে কমেডির ছোঁয়া যোগ করেছেন। চ্যানকে প্রথমবার ‘স্নেক ইন দ্য ঈগলস শ্যাডো’তে স্টান্ট করার সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল ৷ তার এই সিনেমা দর্শক দরবারে ব্যপক জনপ্রিয়তা পায় ৷
10. চ্যান এখন পর্যন্ত শুটিং সেটে বডি ডাবল ব্যবহার করেননি ৷ সহজ বা ভীষণ কঠিন, নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন জ্যাকি ৷
11. অভিনেয়র পাশাপাশি জ্যাকি সারা বিশ্বে সামাজিক নানা কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত ৷ তিনি সাধারণের জন্য একাধিক স্কুল-হাসপাতাল তৈরি করেছেন ৷ যেখানে অসহায়দের বিনা পয়সায় চিকিৎসা করানো হয় ৷ ছোটো ছোটো পড়ুয়াদের পড়ানো হয় ৷
12. এখন যেখানে অভিনেতাদের বডিগার্ট রাখার ট্রেন্ড ৷ সেখানে দেবরক্ষী রাখা একদমই পছন্দ নয় জ্যাকির ৷ এমনকী, তাঁর কোনও ড্রাইভারও নেই। অভিনেতা যেখানেই যান না কেন, নিজেই গাড়ি চালান এবং নিজের গাড়িও পার্ক করেন।
একনজরে জ্যাকি চ্যানের যে সিনেমা না দেখলেই নয়
দ্য ইয়ং মাস্টার (1980)
পুলিশ স্টোরি (1985)
আরমর অফ গড (1987)
ক্রাইম স্টোরি (1993)
রাম্বল ইন দ্য ব্রক্স (1995)
ড্রাঙ্কেন মাস্টার 2 (1994)
রাশ আওয়ার (1998)
হু এম আই (1998)
দ্য ক্যারাটে কিড (2010)
দ্য ফরেনার (2017)
লেজেন্ডারি জ্যাকি চ্যানের পরবর্তী সিনেমা ‘ক্যারাটে কিড: লেজেন্ডস’ মুক্তি পাবে চলতি বছর 30 মে ৷