35,726 টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ , দ্রুত আবেদন করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আজ থেকে শুরু হলো WBSSC Assistant Teacher 2025 অনলাইন আবেদন। যেখানে WBSSC Assistant Teacher (IX-X) Vacancy 23,212 টি, অপরদিকে WBSSC Assistant Teacher (XI-XII) Vacancy 12,514 টি – সর্বমোট 35,726 টি শূন্যপদে শিক্ষক/শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে।

আরও পড়ুন : প্রতি ঘন্টায় আয় হবে 1000 টাকা। বাড়ি বসে রোজগার করার সেরা চারটি পদ্ধতি

West Bengal SLST 2025 Form Fill Up কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা আবেদন ফি, কতদিন পর্যন্ত চলবে আবেদন? বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের প্রতিবেদনে।

পদের নামঃ– Assistant Teacher

শূন্যপদঃ– সহকারী শিক্ষক পদে 35,726 টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 23,212 টি শূন্যপদে ক্লাস IX-X শ্রেনীতে শিক্ষক নিয়োগ হচ্ছে ও ক্লাস XI-XII শ্রেনীতে 12,514 টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে।

বেতনঃ পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী দেওয়া হবে।

বয়সঃ– West Bengal Assistant Teacher পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে, সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। বয়স হিসেব করা হবে, 01/01/2025 তারিখের নিরিখে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা সর্বোচ্চ বয়সের ছাড় পাবেন।

আবেদন করতে পারবেন না যারাঃ-
(ক) যদি আবেদনকারী ভারতীয় নাগরিক না হয়ে থাকে, তাহলে তিনি এই চাকরির জন্য আবেদন জানাতে পারবে না।
(খ) এর পাশাপাশি আবেদনকারীর যদি কোনো আদালতে দোষী প্রমাণিত হয়ে শাস্তি পান, তাহলে তিনিও এই চাকরির জন্য আবেদন করতে পারবেন না।

কোন ক্লাসে ও কোন বিষয়ে কতগুলো শূন্যপদ দেখে নিনঃ

Assistant Teacher (IX-X) Vacancy Subject Wise

বিষয়ের নাম শূন্যপদের সংখ্যা
বাংলা 3024
ইংরেজি 3336
হিন্দি 471
উর্দু 184
গণিত 3922
ইতিহাস 2149
ভূগোল 1840
লাইফ সায়েন্স 3911
ফিজিক্যাল সায়েন্স 4352
তেলেগু 6
নেপালি 17
মোট 23,212

 

আরও পড়ুন : সপ্তাহে ৪ দিনের কাজ ও ৩ দিনের ছুটি ! নতুন বিলের সম্ভাবনা

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন