5 দিনে বিশ্বরেকর্ড গড়ল কলকাতার সরকারি হাসপাতাল ! জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আবারও নজির গড়ল রাজ্যের সরকারি হাসপাতাল । তৈরি হল বিশ্বরেকর্ড । যা রিসার্চ পেপারেও উঠে আসবে । মাত্র পাঁচ দিনে 185 জনের গলব্লাডার অপারেশন করলেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা । এর মধ্যে সর্বনিম্ন 14 বছরের এবং সর্বোচ্চ 82 বছরের রোগীর অস্ত্রোপচার করেছে এসএসকেএম হাসপাতাল । সকলেই বর্তমানে ভালো আছেন । ইতিমধ্যেই অধিকাংশের হাসপাতাল থেকে ছুটিও হয়ে গিয়েছে । তবে হাসপাতাল কর্তৃপক্ষের লক্ষ্য অস্ত্রোপচারের এই সংখ্যাটা 200-এ নিয়ে যাওয়া । সেই লক্ষ্য পূরণের আর বেশি দেরি নেই বলে আশা দেখাচ্ছেন সরকারি চিকিৎসকরা ।

সরকারি হাসপাতালের কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে বেড না-পাওয়ার অভিযোগ । কেউ আবার চিকিৎসা করানোর জন্য অপেক্ষায় থাকেন প্রায় এক বছর । এই অবস্থায় দৃষ্টান্ত স্থাপন করে বিশ্বরেকর্ড গড়ল এসএসকেএম হাসাপাতাল । ছুটি বাতিল করে প্রায় 20টি বিভাগের চিকিৎসকরা হাতে হাত মিলিয়ে করে ফেললেন 185টি গলব্লাডার অপারেশন ।

বিশ্বরেকর্ড গড়ল এসএসকেএম হাসপাতাল
 

এসএসকেএম হাসপাতালের জেনারেল সার্জারির অধ্যাপক তথা চিকিৎসক অভিমন্যু বসু বলেন, “আমরা জটিল রোগগুলিতে বেশি গুরুত্ব দিয়ে থাকি । এর ফলে সাধারণ যে রোগগুলি আসে সেটা জমা হতে থাকে । তাই আমরা একটা চেষ্টা করলাম । যাতে যে কেসগুলো পড়েছিল, সেগুলো তাড়াতাড়ি করে ফেলা যায় । তবে আমরা এই ড্রাইভটা নিয়েছি বলেই একদিনে 30-40টা অস্ত্রোপচার করেছি । আমরা মূলত দেখেছি যে, কোন রোগীর অস্ত্রোপচার কতটা জরুরি । সেটা দেখেই আমরা এই গলব্লাডার অপারেশন করছি । সব রোগীদের ক্ষেত্রে অবশ্য সেটা সম্ভব হচ্ছে না । তবে যে পরিমাণ রোগী জমা হয়েছিল তা অনেকটাই কমেছে ।”

ETV BHARAT

বিশ্বরেকর্ড গড়ল এসএসকেএম হাসপাতাল

 

চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার এবিষয়ে বলেন, “প্রান্তিক এলাকার মানুষদের সফলভাবে মাইক্রো সার্জারি করে বাড়ি পাঠানোটা বিরাট সাফল্যের । তবে এই প্রক্রিয়াকে যদি আরেকটু উন্নতি করা যায় তাহলে উন্নয়নশীল দেশের জন্য একটা মডেল তৈরি হবে ।”

কিন্তু হাসপাতালগুলিতে কেন এত অস্ত্রোপচার জমে থাকছে ? এই বিষয়ে এসএসকেএম হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক তথা চিকিৎসক সিরাজ আহমেদ বলেন, “গলব্লাডারের সমস্যা সব থেকে বেশি হয় । কিন্তু এসএসকেএম হাসপাতালে অন্য রোগের অস্ত্রোপচারের জন্য এই কেসগুলো আটকে যায় । জেলায় যথাযথ পরিকাঠামো নেই । তাই আমাদের হাসপাতালে ভিড় জমে ।”

আরও পড়ুন:- ১০৪ বছরের জন্মদিনে জেলে গেলেন বৃদ্ধা, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:- এ শহরের একটাও বাড়ি কংক্রিটের নয়, যা দিয়ে তৈরি তা শুনে বিশ্বাস হবেনা

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন