Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গণ কনভেনশনে যোগ দিয়ে সরকারের বিরুদ্ধে বিস্ফোরক জহর সরকার । বুধবার এই গণ কনভেনশনে নিজেদের আন্দোলনের এতদিনের হিসাব তুলে ধরেন জুনিয়র চিকিৎসকরা । সেই কর্মসূচিতেই এদিন উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন আমলা ও তৃণমূল সাংসদ জহর সরকার । সেখানে তিনি জুনিয়র চিকিৎসকদের আন্দোলন থেকে শুরু করে বর্তমানে শিক্ষকদের চাকরি বাতিল, সব কিছু নিয়েই মুখ খোলেন । এর পাশাপাশি সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য শোনা যায় প্রাক্তন সাংসদের মুখে ।
এদিনের কর্মসূচিতে যোগ দিয়ে জহর সরকার বলেন, “ছাত্র আন্দোলন করতে করতে আমার দাদা বলেছিল আমি আইএএস অফিসার হয়েছি । তখন থেকে আমি ব্যারিকেডের উল্টো দিকে চলে গেলাম । ফলে আমি ব্যারিকেডের দুই দিকটাই জানি । এই রাজ্যটি সাংঘাতিক ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছে । এমার্জেন্সি সময় থেকে আজকে পর্যন্ত প্রায় পঞ্চাশ বছর ধরে আমি দেখছি । 50 বছরে আমি কখনও দেখিনি রাষ্ট্রযন্ত্রকে এইভাবে পচে যেতে ।”
আরও পড়ুন:- গীতাঞ্জলী প্রকল্পে রাজ্য ৩ লক্ষ ৩০ হাজার দিচ্ছে নিজের বাড়ি বানাতে। বিস্তারিত জেনে নিন
তিনি আরও বলেন, “আমরা যখন ঢুকেছিলাম সেই সময়ও চুরি হত । রাজনৈতিক দল চালানোর জন্য রাজনৈতিক ব্যক্তিত্বেরও টাকা নিত । কিন্তু আপাদমস্তক চোরের দল আমি কখনও দেখিনি । এখন আমায় সবাই প্রশ্ন করে আমি এতদিন ওদের সঙ্গে ঘর করলাম কেন ? কিন্তু আমি কি সত্যি ঘর করেছি ? আমি সাম্প্রদায়িকতার বিরোধিতা করব । তবে 3 বছর আমি বাংলার হয়ে বলেছি । কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতির সময় থেকে আমি আমার কথা স্পষ্ট করে বলে এসেছি ।”
শিক্ষকদের চাকরি বাতিল প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষক আন্দোলন অন্য কিছু নয় । একই অন্যায়ের বিরুদ্ধে তারা বিভিন্ন রূপ । যোগ্য ও অযোগ্য খুঁজে পাওয়া যায় না এই ন্যাকামোটা আমায় কেউ বলবে না । প্রশাসনের কোথায় কী সমস্যা সেটা আমি জানি । সুপার নিউমেরিক পোস্ট কেন চালু করা হয়েছে ? দরকারে মানুষ নোটায় ভোট দেবে ।”
এদিন তিনি জুনিয়র চিকিৎসকদের বার্তা দেন তাঁরা যাতে চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ান । তাঁর কথায়, “আমি এই জুনিয়র চিকিৎসকদেরকে বলব তারা যেন এই শিক্ষকদের সঙ্গে থাকে । যোগ্য শিক্ষকেরা যাতে এই জুনিয়র চিকিৎসকদের সাহায্য পেয়ে লড়াই করতে পারে ।”
আরও পড়ুন:- চিকিৎসার নামে পাঁচ বছরের শিশুকে সিগারেট খাওয়াল ডাক্তার, জানুন বিস্তারিত