Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার 119তম মন কি বাত অনুষ্ঠানে একটি বড় ঘোষণা করেছেন। আগামী 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি মহিলাদের হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীদের হাতে তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হস্তান্তর করবেন। তাঁর মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন যে, তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে বিভিন্ন ক্ষেত্রের সফল মহিলারা তাদের কাজ এবং অভিজ্ঞতা নিয়ে কথা ভাগ করে নেবেন সকলের সঙ্গে।
বিভিন্ন ক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, ‘আসুন আমরা নারীদের অদম্য চেতনা উদযাপন করি এবং সম্মান করি।’ এই প্রথম নয় ৷ 2020 সালেও, প্রধানমন্ত্রী মোদি মহিলাদের হাতে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তুলে দিয়েছিলেন ৷ এর আগে 8 মার্চ, 2020 সালে প্রধানমন্ত্রী মোদি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি বিভিন্ন ক্ষেত্রের সফল সাতজন মহিলার হাতে তুলে দেন।
আরও পড়ুন:- হঠাৎ আলোয়, তারপর অন্ধকারে… কিভাবে দিন কাটছে এই ‘Viral তারকা’দের, জানুন
টুইটার, ইউটিউব এবং ইনস্টাগ্রাম-সহ তাঁর সোশ্যাল হ্যান্ডেলগুলিতে লক্ষ লক্ষ ফলোয়ারের কাছে এই সাত কৃতি মহিলা তাঁদের সাফল্যের কাহিনি বলার সুযোগ পাবেন ৷ প্রধানমন্ত্রী মোদি সোশ্যাল মিডিয়ায় সর্বাধিক অনুসরণ করা বিশ্বের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে একজন। ফলে, ওই সাত কৃতি মহিলার জন্য মোদির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজেদের সাফল্যের গল্প বলার সুযোগ নারী দিবসে একটি অনন্য উপহার ৷
রবিবার 119তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্থূলতার ক্রমবর্ধমান সমস্যা মোকাবেলায় ব্যবস্থা নেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন ৷ তাঁর মতে, ভারতের সুস্থ দেশ হওয়ার জন্য সুস্বাস্থ্য অপরিহার্য। গবেষণার তথ্য উল্লেখ করে তিনি বলেন, আটজনের মধ্যে একজন স্থূলতার সমস্যায় ভুগছেন এবং গত কয়েক বছরে তাদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। তিনি বলেন, আরও উদ্বেগের বিষয় হল শিশুদের মধ্যেও এই সমস্যা বর্তমানে চারগুণ বেড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী মোদি জনগণকে তাদের খাবারে তেলের ব্যবহার 10 শতাংশ কমাতে বলেন।
আরও পড়ুন:- উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষা 100% Common পাওয়ার টিপস! রইলো বিস্তারিত
আরও পড়ুন:- মেদিনীপুরের বর, বাংলাদেশি কনে, জানুন কিভাবে পরিণতি পেল প্রেম