ড্রাগ-জায়েন্ট এলি লিলির অ্যান্টিবডি থেরাপি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,শারদীয়া রায়: – প্রখ্যাত ওষুধ প্রস্তুতকারী সংস্থা এলি লিলি মানবশরীরে পরীক্ষামূলক ভাবে কোভিড-১৯ এর অ্যান্টিবডি থেরাপি প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে । ওষুধপ্রস্তুতকারী সংস্থা এলি লিলির ( Eli Lilly) সঙ্গে অ্যাবসেলেরা বায়োলজিক (AbCellera Biologics) সংস্থা যুগ্মভাবে এই থেরাপি তৈরি করছে। শ্বাসপ্রশ্বাসে সমস্যার অসুখ থেকে সম্প্রতি সুস্থ হয়ে ওঠা ব্যক্তির রক্তের নমুনা থেকে তৈরি করা হয়েছে এই ওষুধ। সংস্থাটি পরীক্ষামূলক স্তরে থাকা এই ওষুধটির নাম দিয়েছেন LY-CoV555। এই থেরাপি সফল ভাবে মানবশরীরে করোনা ভাইরাসের অ্যান্টবডি তৈরি করতে পারবে বলে ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থার ধারণা।

এর পরে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন কোভিড আক্রান্ত রুগীর উপরে পরীক্ষা করে জুন মাসে তাদের ফলাফল জানাবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে। তাদের এই পরীক্ষার ফল ইতিবাচক হলে সেপ্টেম্বর-অক্টোবরের মাসের মধ্যে তারা কোরোনার অ্যান্টিবডি চিকিৎসা পদ্ধতি চালু করবে।

ড্রাগ-জায়েন্ট এলি লিলির অ্যান্টিবডি থেরাপি ,Antibody therapy of drug-giant Eli Lilly

সংস্থার সূত্রে খবর, আমেরিকার বড় চিকিৎসা কেন্দ্রগুলি ও নিউইয়র্কের গ্রসম্যাস স্কুল অফ মেডিসিনের মতো হাসপাতালে রোগীদের শরীরে এই ওষুধ প্রয়োগ করা হয়েছে। এই পর্যায়ের পরীক্ষার উপরে নির্ভর করছে যারা হাসপাতালে চিকিসাধীন নন অথচ করোনার লক্ষন রয়েছে তাদের উপরে এই ওষুধ প্রয়োগ করা যাবে কিনা । এলি লিলির পক্ষ থেকে জানানো হয়েছে, রোগীদের শরীরে প্রথম পর্যায়ে সিঙ্গল অ্যান্টিবডি থেরাপি এবং দ্বিতীয় পর্যায়ে অ্যান্টিবডি-ককটেল প্রয়োগ করে পরীক্ষা করা হবে।


বিশ্বের কোনো দেশ এখনও পর্যন্ত কোরোনার প্রতিষেধক আবিষ্কার করতে সক্ষম হয়নি। আমেরিকা কিংবা ইতালি প্রতিষেধক তৈরী করেছে বলে দাবি করলেও তা এখনো পরীক্ষার স্তরেই সীমাবদ্ধ রয়েছে। পরীক্ষামূলকভাবে মানবশরীরে প্রয়োগ করা হলেও তার ফলাফল সম্বন্ধে এখনো নিশ্চিত কোনো সিধান্ত জানাতে পারেনি কোনো দেশই। এই অবস্থায় নামি ওষুধ প্রস্তুতকারক সংস্থা হিসেবে এলি লিলির পরীক্ষার ফলাফলের দিকে আপাতত তাকিয়ে আছেন বিশেষজ্ঞরা।

Highlights

. ড্রাগ-জায়েন্ট এলি লিলি পরীক্ষামূলকভাবে অ্যান্টিবডি থেরাপি প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।

২. এখন পর্যন্ত কোনো দেশ প্রতিষেধক আবিষ্কার করতে না পারায় লি লিলির পরীক্ষার ফলাফলের দিকে আপাতত তাকিয়ে আছেন বিশেষজ্ঞরা।

# Corona | # Antibody

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন