Bangla News Dunia, সমরেশ দাস :- দু’মাস লক ডাউন থাকার পরে ফের শুরু হয়েছে সমস্ত কিছু । খুলেছে দোকান পাট , অফিস , চলছে যানবাহন , প্রাইভেট গাড়ি , মোটর সাইকেল । আর এর সাথে সাথে শুরু হয়ে গেছে অ্যাপ ক্যাব পরিষেবাও । এবার কলকাতায় বিমানবন্দর পর্যন্ত পরিষেবা পুনরায় চালু করল উবের ৷
উবের সংস্থার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এখন থেকে যাত্রীরা UberGo, Premier এবং UberXL-এ আবার পুনরায় বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন ৷ সরকারের সব গাইডলাইন্স মেনেই এই পরিষেবা পুনরায় চালু করেছে উবের ।
রাতুল ঘোষ পূর্ব ও দক্ষিণ ভারতের হেড রাইডশেয়ারিং জানান যে “দেশের বিভিন্ন শহরের বিমানবন্দর পর্যন্ত ক্যাব পরিষেবা পুনরায় চালু করতে পেরে আমরা খুশি ৷ এর মাধ্যমে ড্রাইভাররাও আবার কিছু অর্থ উপার্জন করতে পারবেন ৷ এবং আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে মিলেই সেরা এবং সুরক্ষিত পরিষেবা দিতে পারব যাত্রীদের ৷ ড্রাইভার এবং রাইডারদের সুরক্ষাই সবার আগে আমাদের কাছে ৷ ”
এটাও জানানো হয় সংস্থার পক্ষ থেকে যে ড্রাইভার বা যাত্রীরা নিজেদের ‘সেফ’ মনে না করলে বুকিংয়ের পর যে কোনও সময় ট্রিপ ক্যানসেল করতে পারেন ৷
Highlights
১. দু’মাস লক ডাউন থাকার পরে ফের শুরু হয়েছে সমস্ত কিছু । খুলেছে দোকান পাট , অফিস , চলছে যানবাহন , প্রাইভেট গাড়ি , মোটর সাইকেল
২. উবের সংস্থার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এখন থেকে যাত্রীরা UberGo, Premier এবং UberXL-এ আবার পুনরায় বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন
৩. ড্রাইভার বা যাত্রীরা নিজেদের ‘সেফ’ মনে না করলে বুকিংয়ের পর যে কোনও সময় ট্রিপ ক্যানসেল করতে পারেন
#Uber #Uber Rides #Airport