লকডাউনের ফলে বিক্রি বাড়লো সাইকেলের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –  করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৩ মার্চ থেকে টানা ২ মাসের বেশি সারা দেশ জুড়ে লকডাউন চলেছিল।  1st থেকে Unlock 1 শুরু হলেও পরিবহন ব্যবস্থা এখনো স্বাভাবিক হয়নি। এছাড়া সামাজিক দূরত্ব বজায় না রাখলে সংক্রমণের ভয়ও আছে আর সঙ্গে আছে যাতায়াত খরচ ,এদিকে সরকারি ও বেসরকারি অফিস খুলে গেছে। তাই সব দিক বজায় রাখার একমাত্র উপায় হল সাইকেল। ডিলার সংস্থাগুলির মতে – দামি এবং কম দামি সাইকেলের বিক্রিই  আগের চেয়ে বেড়ে গেছে।

Cycle

 

ইউপি সাইকেলের কর্ণধার জানান -করোনা সংক্রমণের আগে সাইকেলের বাজার খুব ঢিলে ছিল ,কিন্তু লকডাউনের ফলে  ৩/৪ হাজার টাকা বা তার বেশি দামের সাইকেলের বিক্রি ২০০ % বেড়ে গেছে। ১৫ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকার সাইকেলের বিক্রিও বেড়েছে আগের চেয়ে অনেক। ভারতে ফায়ারফক্সের মতো প্রিমিয়াম  ব্র্যান্ডের সাইকেল বিক্রি  করে  হিরো সাইকেল যার দাম কম। তাই চাহিদাও বেশি।

 

Cycle

 

কলকাতার জি সি ক্যালকাটা প্রাইভেট লিমিটেড সংস্থার ম্যানেজার বলেন -তাদের ৪ টি বিপণিতে ১০০ % সাইকেল বিক্রি বেড়েছে। আইআইটি   হায়দ্রাবাদের ইনকিউবেশন সেন্টারে ব্যাটারি সাইকেল তৈরী করা হয়েছে। এই স্কেলটি একবার চার্জ দিয়ে ৬০ কিমি যাবে। কম বেশি সব সাইকেলের দোকানেরই বিক্রি বেড়েছে। ফলে চাকায় হাওয়া ভরার  জন্য পাম্পের প্রয়োজনও বেড়েছে।

 

Highlights

১.  ডিলার সংস্থাগুলির মতে – দামি এবং কম দামি সাইকেলের বিক্রিই  আগের চেয়ে বেড়ে গেছে। 

২.  লকডাউনের ফলে  ৩/৪ হাজার টাকা বা তার বেশি দামের সাইকেলের বিক্রি ২০০ % বেড়ে গেছে।

৩.  সাইকেল বিক্রির ফলে পাম্পারের বিক্রিও বেড়েছে। 

সাইকেল    #   পাম্পার 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন