শুটিং শুরু হবে টলিপাড়ায় , আসছে নতুন পর্ব

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- দীর্ঘ আড়াই মাস স্তব্ধ রয়েছে টলিপাড়া। অবশেষে সচল হতে চলেছে টলিউড। আগামি ১০ জুন, শুটিং শুরু হবে টলিপাড়ায়। আগামী বুধবার থেকে শুরু হতে চলেছে বাংলা সিরিয়াল এবং সিনেমার শুটিং। গতকাল বিকেল ৪টের সময় মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে আলোচনায় বসে আর্টিস্ট ফোরাম, ইম্পা, ফেডারেশন এবং প্রোডিউসারস গিল্ড সহ সমস্ত সংগঠনগুলি। সেই বৈঠকেই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

tv-serial-shooting

রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এ দিন বলেন, সমস্ত সুরক্ষা বিধি মেনেই  আবার শুটিং শুরু হতে চলেছ। তবে শুটিং শুরু হলেও থাকছে বেশ কিছু বিধিনিষেধ এবং পাশাপাশি কড়া সুরক্ষাবিধি।

১. আপাতত ১০ বছরের কম বয়সী শিশু শিল্পীদের শুটিং করায় থাকছে নিষেধাজ্ঞা।

২.প্রসঙ্গে অভিনেত্রী জুন বলেন, শিশুদের সংক্রমিত হওয়ার রিস্ক বেশি। তাই তাদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩. সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রয়োজন না পড়লে ৬৫ বছরের বেশি যাঁদের বয়স তাঁদের বাড়ি থেকে বেরনো নিষেধ। তা হলে টলিপাড়ার প্রবীণ অভিনেতারা কী করবেন।

৪.  আজ মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, ৬৫ বছরের বেশি যে সমস্ত প্রবীণ অভিনেতা রয়েছেন তাঁরা চাইলে মুচলেকা দিয়ে শুটিং করতে পারবেন।

৫. শুটিং-এ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলে শিল্পীদের পাশে দাঁড়াবে টলিউড ইন্ডাস্ট্রি। কলাকুশলীদের জন্য থাকছে ২৫ লক্ষ টাকার বিমার ব্যবস্থা।

৬. যার মধ্যে সংশ্লিষ্ট চ্যানেল দেবে ৫০%, প্রযোজনা সংস্থা দেবে ৪০ % এবং আর্টিস্ট ফোরাম দেবে ১০%।

shooting-1589976592

৭. করোনা সতর্কতার জন্য আলিঙ্গন, হাত ধরা, চুম্বনের মতো দৃশ্য আগামি বেশ কিছু দিন দেখা যাবে না।

৮. সংক্রমণ রুখতে কস্টিউম বাড়িতেই নিয়ে আসতে হবে অভিনেতা-অভিনেত্রীকে। বাড়িতেই তা স্যানিটাইজ করে যেতে হবে শুটে ।

তবে সংগঠনগুলি আজ বারেবারেই জানিয়েছেন, কোনও শিল্পী যদি এই কঠিন সময়েও কাজে যোগ দিতে ইচ্ছুক হন তবেই যোগ দেবেন। কোনও বাধ্যবাধকতা নেই। রিস্ক ফ্যাক্টর থাকছেই। তাই ঝুঁকি নিয়েই কাজ করতে হবে সবাইকে। কিন্তু এই যে একগুচ্ছ কড়া নিয়ম, বাধানিষেধ, তাতে কি টলিউডের গুণগত মান হ্রাস করবে? দেখা যাবে আগামী দিনে।

Highlights

1. শুটিং শুরু হবে টলিপাড়ায়

2. সমস্ত সুরক্ষা বিধি মেনেই  আবার শুটিং শুরু হতে চলেছ

# Cinema # Corona # Tollywood

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন