করোনায় বিশ্বের মধ্যে ষষ্ঠ স্থান ভারতের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,শারদীয়া রায়: –   করোনা আক্রান্তের সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেলো ভারত। এই মুহূর্তে ভারত বিশ্বের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে। আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেনের পরেই ভারতের স্থান।

চীন কিংবা ইতালির মতো দেশগুলি করোনা পরিস্থিতিকে ধীরে ধীরে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারলেও ব্রাজিল কিংবা ভারতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই দুটো দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তা উদ্বেগের কারণ হয়েছে দাঁড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। এই দেশগুলিতে প্রতিদিন যে হারে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তাতে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তরফে যে সমীক্ষা সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, গত কয়েক সপ্তাহে আক্রান্তের নিরিখে বিশ্বতালিকায় অনেকটাই উপরে উঠে এসেছে ভারত। চিনকে ছাপিয়ে তালিকায় উপরে উঠে এসেছে পেরু, চিলি মেক্সিকোর মতো দেশও। সমীক্ষায় দেখা গেছে যে সংখ্যক দেশে আক্রান্তের সংখ্যা হ্রাস পাচ্ছে তার দ্বিগুন সংখ্যক দেশে এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

করোনায় বিশ্বের মধ্যে ষষ্ঠ স্থান ভারতের

সংক্রমণের সংখ্যা বৃদ্ধির তালিকায় আছে পেরু , বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের মতো দেশ। জানুয়ারির শেষের দিকে ভারতে করোনা সংক্রমণ শুরু হয়েছিল। বর্তমানে আক্রান্তের সংখ্যা প্রায় ২ লক্ষ ৩৭ হাজার এবং মৃতের সংখ্যা ৬ ,৬৪২। গত ১৫ মে পর্যন্ত দেশে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ছিল ৮১ হাজার ৯৭০। কিন্তু শুক্রবার সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে ২ লক্ষ ২৬ হাজার ৭৭০-তে। তবে প্রতিদিন যে হারে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তাতে উদ্বেগে নয়াদিল্লিও।

মৃত্যুর নিরিখে ইটালিকে ছাপিয়ে গিয়েছে ব্রাজিল। গত ৬ ফেব্রুয়ারি সেখানে প্রথম করোনা সংক্রমণ দেখা গিয়েছিলো । ১৫ মে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ২০ হাজার ২৯৫।  এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ১৪ হাজার ৯৪১ জনে। মৃত্যু হয়েছে ৩৪ হাজার ২১ জনের। শুক্রবারই সেখানে ১৪৭৩ জন প্রাণ হারান।

ভারতের অনেক পরে গত ৭ মার্চ পেরুতে প্রথম করোনা সংক্রমণের খবর পাওয়া গেছিলো । এই মুহূর্তে সেদেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৩ হাজার ১৯৮। আবার দক্ষিণ আফ্রিকা ছাড়া আফ্রিকার কোথাও এত দিন করোনা তেমন প্রভাব না ফেললেও, গত কয়েক দিনে কঙ্গো, নাইজিরিয়ার মতো দেশগুলিতেও আক্রান্তের সংখ্যা বেড়েছে দ্রুত হারে।

Highlights

১. করোনা আক্রান্তের সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেলো ভারত
২. বর্তমানে ভারতের স্থান বিশ্বের মধ্যে ষষ্ঠ।
৩. পাকিস্তান,বাংলাদেশ ,পেরু প্রভৃতি দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

# Corona | # India | # Brazil

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন